108MP Camera Phone Redmi Note 13 5G get price discount on Flipkart
চলতি বছরের জানুয়ারি মাসে Redmi Note 13 5G ফোনটি সস্তায় বিক্রি হচ্ছে। আপনি যদি নতুন স্মার্টফোন কেনার কথা ভাবছেন তবে Flipkart দিচ্ছে আপনাকে সুযোগ। শাওমির কাছে প্রতিটি সেগামেন্টে একাধিক দুর্দান্ত স্মার্টফোন রয়েছে। কোম্পানি তার মিড রেঞ্জ স্মার্টফোন রেডমি নোট 13 5জি ফোনের দাম একধাপে কমিয়ে দিয়েছে।
রেডমি নোট 13 5জি ফোনটি Flipkart সাইটে সস্তায় বিক্রি হচ্ছে। এখানে রেডমি ফোনের 256 জিবি স্টোরেজ মডেলটি 17,999 টাকায় লিস্ট করা। তবে এখন এই ফোনটি 21 শতাংশ ছাড়ে বিক্রি করা হচ্ছে। ফোনটি 22,999 টাকায় লঞ্চ করা হয়েছিল।
আরও পড়ুন: 10 হাজার টাকার কম দামে Vivo 5G স্মার্টফোন, Black Friday Sale এ দেদার ছাড়
শুধু তাই নয়, রেডমি নোট 13 5জি ফোনের 256 জিবি মডেলটি Flipkart Axis Bank Credit Card দিয়ে পেমেন্ট করলে 5 শতাংশ ক্যাশব্যাক পাওয়া যাবে। এছাড়া কোম্পানি যেকোনো ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ড পেমেন্টে 1000 টাকার অতিরিক্ত ছাড়ও দেওয়া হচ্ছে।
ডিসপ্লের কথা বললে, এতে 6.67-ইঞ্চি AMOLED প্যানেল সহ ডিসপ্লে দেওয়া। এতে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট দেওয়া।
পারফরম্যান্সের ক্ষেত্রে রেডমি নোট 13 5জি ফোনটি Mediatek Dimensity 6080 প্রসেসরে কাজ করে।
ফটোগ্রাফির জন্য রেডমি নোট 13 5জি ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা দেওয়া। এটি 108MP ক্যামেরা সহ আসে। সেলফি তোলার জন্য এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে রেডমি নোট 13 5জি ফোনে 5000mAh ব্যাটারি রয়েছে যা 33W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।