100W SuperVOOC charging speed with OnePlus Nord CE4 5G Get Huge Discount On Amazon
ওয়ানপ্লাস তার Nord Series এর একটি স্মার্টফোনের দাম একধাপে কমিয়ে দিয়েছে। ওয়ানপ্লাস তার এই 5G ফোনটি অনেকটা সস্তা করে দিয়েছে। গত বছর লঞ্চ হওয়া OnePlus Nord CE4 5G মিড বাজেট ফোনটি 5000 টাকা সস্তায় কেনা যাবে। আসুন জেনে নেওয়া যাক কীভাবে এবং কোথায় পাবেন ওয়ানপ্লাস নর্ড সিই4 ফোনটি এত সস্তায়।
ই-কমার্স সাইট Amazon এই ফোনটি লঞ্চ প্রাইস থেকে অনেকটা সস্তায় বিক্রি করছে। ওয়ানপ্লাস নর্ড সিই4 5জি ফোনের 8GB+128GB স্টোরেজ মডেলটি 24,999 টাকায় লঞ্চ করা হয়েছিল। এখন এটি Amazon সাইটে 21,998 টাকায় লিস্ট করা। যার মানে ফোনটি 3000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
এছাড়া এতে কোম্পানি 2000 টাকার ব্যাঙ্ক ডিসকাউন্টও অফার করছে। যার পরে ফোনের দাম আরও কমে 19,998 টাকা হয় যাবে। সমস্ত অফার মিলিয়ে এই ফোনটি 5000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন: Reliance Jio গ্রাহকদের বড় ঝটকা, চুপিসারে সরিয়ে দিল সমস্ত রিচার্জ প্ল্যান থেকে এই বড় সুবিধা
শুধু তাই নয়, কোম্পানি গ্রাহকদের তার পুরনো ফোনে 20,600 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ডিসকাউন্টও অফার করছে। যার পরে ফোনের দাম আরও কমে যাবে। তবে বলে দি যে এক্সচেঞ্জ বোনাস আপনার পুরনো ফোনের মডেল এবং অবস্থার উপর নির্ভর করবে।
ডিসপ্লে: ওয়ানপ্লাস এর মিড বাজেট ফোনটি 6.7-ইঞ্চি AMOLED ডিসপ্লে অফার করে। এতে 120Hz হাই রিফ্রেশ রেট সহ 1100 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস সাপোর্ট করে।
প্রসেসর হিসেবে ওয়ানপ্লাস নর্ড সিই4 ফোনটি Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেটে কাজ করে। এটি Android 14 ভিত্তিক OxygenOS এ চলে।
ফটোগ্রাফির ক্ষেত্রে ওয়ানপ্লাস নর্ড সিই4 ফোনে 50MP মেইন ক্যামেরা পাওয়া যাবে। এছাড়া এতে 8MP সেকেন্ডারি ক্যামেরা পেয়ার করা। সেলফি এবং ভিডিও কলিংয়ের ক্ষেত্রে এতে 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে।
পাওয়ার দিতে ওয়ানপ্লাস নর্ড সিই4 ফোনটি 5500mAh এর দুর্দান্ত ব্যাটারি সহ আসে। ফোনে 100W SuperVOOC ফাস্ট চার্জিং ফিচার রয়েছে।
আরও পড়ুন: How to: অন্য কেউ কি ব্যবহার করছে আপনার WhatsApp? কীভাবে বুঝবেন, জেনে নিন ট্রিক