Realme Book ল্যাপটপ এই মাসেই আসছে ভারতে, Redmi Book কে দেবে টেক্কা

Updated on 07-Aug-2021
HIGHLIGHTS

Realme India-র CEO মাধভ শেঠ Realme Laptop হাতে একটি ঝলক শেয়ার করেছেন

18 আগস্ট Realme Book ল্যাপটপও লঞ্চ করতে পারে

Realme GT এবং GT Master Edition সিরিজ ফোন ভারতে 18 আগস্ট লঞ্চ হতে হবে

Realme GT এবং GT Master Edition সিরিজ ফোন ভারতে 18 আগস্ট লঞ্চ হতে চলেছে। এর পাশাপাশি সংস্থা Realme Book অর্থাৎ রিয়েলমির প্রথম ল্যাপটপও শীঘ্রই আসতে চলেছে বাজারে। তবে সংস্থার তরফে এখনও এই নিয়ে কোনও তথ্য় দেওয়া হয়েনি। তবে নতুন একটি লীকে জানা গিয়েছে যে সংস্থা 18 আগস্ট Realme Book ল্যাপটপও লঞ্চ করতে পারে।

বেশ কিছুদিন ধরে এটি নিয়ে নানা গুজব শোনা গেলেও ফাইনালি এটির অফিসিয়াল টিজার শেয়ার করা হয়েছে কোম্পানির তরফে। নতুন টিজারে সামনে এসেছে ল্যাপটপের কালার। Realme India-র CEO মাধভ শেঠ ইন্সটাগ্রামে Realme Laptop হাতে একটি ঝলক শেয়ার করেছেন নতুন এই ল্যাপটপ এর।

ছবিতে দেখা গিয়েছে ল্যাপটপটি রয়েছে Blue এবং Grey কালার অপশন এ। সম্ভাবনা রয়েছে আরকেটি তৃতীয় কালার অপশনেরও।। টিজারে দেখা গিয়েছে যে ল্যাপটপটিতে রয়েছে 180 degree hinge। লুকস এর দিক থেকে এটিকে দেখতে খানিকটা MacBook Air clone এর মতন, মিনিমাল ডিজাইনের। এর ডিজাইন অনেকটা Mi Notebook এর ডিজাইনের মতন।
 
বলা হয়েছে যে এ বিষয়ে আরও তথ্য প্রকাশ পেতে পারে Ask Madhav এর ২৮ তম এপিসোডে। এতে থাকতে পারে ভারতে Realme Book লঞ্চ এর তারিখ, যা এখনও জানা যায়নি। এখনও এর স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কোন তথ্য সামনে আসেনি।

Realme Book-এর সম্ভাব্য ফিচার এবং দাম

91 Mobiles এর রিপোর্ট অনুসারে ল্যাপটপ টি আসতে পারে 14 inch LCD display সঙ্গে ফুল HD রেসলিউশন এ। এটি powered by 11 th gen intel processoros। আশা করা যায় Windows 11 version এ পাওয়া যেতে পারে ল্যাপটপটিকে। আশা করা যাচ্ছে এটি পাওয়া যাবে 40,000 টাকার মধ্যে।

Realme সম্প্রতি বাজারে আনতে চলেছে তার প্রথম tablet , Realme Pad। এটি আসতে চলেছে স্লিম, ডুয়াল টোন ফিনিশ এবং unibody aluminium ডিজাইন এ। সেইসঙ্গে রয়েছে 7,100 mAh battery, 10.4 inch display। দাম হতে পারে 22,000 এর মধ্যে।

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :