CES 2020 : আসুস ROG STRIC GA 35/GT 35, STRIC GA15/GT 15 গেমিং ডেক্সটপ এনেছে

CES 2020 : আসুস ROG STRIC GA 35/GT 35, STRIC GA15/GT 15 গেমিং ডেক্সটপ এনেছে
HIGHLIGHTS

আসুস দুটি নতুন গেমিং ডেকস্টপ মডেল এনেছে

দুটি স্ট্রিক্স সাব ব্র্যান্ডে ই স্পোর্টসের জন্য এসেছে

আর এর সঙ্গে এতে আছে ইন্টেল আর AMD র অপশান

CES 2020 চলছে আর লেনোভো বা LG র মতন ব্র্যান্ড এর মধ্যে অনেক কিছু নিয়ে এসেছে । আর এর মধ্যে আসুস তাদের গেমিং ডিভাইস বিষয়ে জানিয়েছে। আসুসের ROG Strix GA35/GT35 আর Strix GA15/GT15 এসেছে। আর দুটি গেমিং ডেকস্টপ ইস্পোর্টস টুরনামেন্ট খেলতে পারবে। আর এর সঙ্গে দুটি ডেক্সটপই ইন্টেল 10th জেন কোর সিরিজের CPU আর AMD Ryzen 3000 প্রসেসারের সঙ্গে এসেছে। আর এতে কি এসেছে তা ভাল করে দেখে নেওয়া যাক।

ROG STIC GA35/GT35

আসুস অনুসারে ROG Strix GA35/GT35 ফিচারে টুরনামেন্ট রেডি ফর্ম আছে। আর এর সঙ্গে এতে আছে দুটি হট সোয়েপেবেল স্টোরেজ ড্রাইভ যা স্পিরক লোডেড ডোর যুক্ত। যা গেমের সময়ে ডেক্সটপ ইউসিং টুল ব্যাবহার করে। আর এর সঙ্গে এতে আছে 30 কেজি পর্যন্ত ফোর্স ডেডিকেটেড হেডফোন হুক যা 3 কিলোগ্রাম পর্যন্ত কাজ করতে পারে। আর এর সঙ্গে এই ডেকস্টপের ওজন 15 কেজি।

ROG Strix GA35/GT35 এর সঙ্গে ক্লোসড লুপ লিকুইড কুলিং সিস্টেম যুক্ত যা CPU আর ডুয়াল ফ্যান রেডিয়েটার আর আপর‍্যাড হেট ভেন্টিলেশান যুক্ত। আর এর সঙ্গে এতে আছে ট্রিক কিউশান আর এর সঙ্গে এটি  Aura Sync আর Keystone II প্রযুক্তির সঙ্গে এসেছিল। আর এর সঙ্গে Strix GT35  ইন্টেল 10th জেন কোড় সিরিজের CPU যুক্ত। আর এর ন্সগে Strix GA35 AMD’s Ryzen 3000  সিরিজ প্রসেসার যুক্ত আর এর টপ ভেরিয়েন্ট AMD Ryzen 9 3950X  চিপ যুক্ত। আর দুটি ভের্সানই ওভারক্লড।

দুটি ভার্সানেই Nvidia GeForce গ্রাফিক আছে যা এই ভেরিয়েন্টের টপ স্পোর্ট আর এটি  RTX 2080 Ti GPU আর 11GB ভিডিও র‍্যাম যুক্ত। এর স্কিস্টেম র‍্যাম 64GB পর্যন্ত কনফিগার করা যায়। স্টোরেজ 1TB থেকে M.2 NVme PCIe সলিড স্টেট ড্রাইভ কম্বাইন্ড যা 2TB পর্যন্ত হার্ড ড্রাইভ স্পেস যুক্ত। আর আসুস এই মডেলের দাম আর এটি কবে থেকে পাওয়া যাবে সেই বিষয়ে কিছু জানায়নি।

ROG STRIC GA15/GT15

এই ROG Strix GA15/GT15 , Strix GA35/GT35 র থেকে বেশি অ্যাফোর্ডেবেল। আর এর সঙ্গে এটি হ্যান্ডেল ডেডিকেটেড হেডফোন হুক। ROG Strix GA15/GT15র ওজন  10 কেজি। আর এর সঙ্গে এটির একটি ইউন্ড শেয়ার ডিজাইন ভেরিয়েন্টও আছে। আসুস অনুসারে এটি RGB ইলুমেশান ইন্টার নাল কম্পোনেন্ট যুক্ত। আর এই ডেক্সটপে এর সঙ্গে সনিক স্টুডিও III সফটোইয়্যার আর কস্টোমোবাইল অডিও আউটপুট আছে।

Strix GT15 ইন্টেল 10th জেন কোর সিরিজ CPU যুক্ত আর Strix GA15  AMD’s Ryzen 3000  পাওয়ার্ড। আর এর সঙ্গে এতে আছে  AMD Ryzen 7 3800X  চিপ। আর সব থেকে বেশি র‍্যাম ইনবিল্ট Asus B450 দুটি ভার্সানে আছে যা 32Gb র। আর এর প্রসেসার দুটি ভার্সানে Nvidia GeForce যুক্ত যা টপ লাইন ভেরিয়নেট স্পোর্টিং যুক্ত আর RTX 2070 Super GPU আর 8Gb ভিডিও র‍্যাম যুক্ত। আর এর সঙ্গে আছে 1TB র M.2 NVMe PCIe। আর সঙ্গে 2TB পর্যন্ত হার্ড ড্রাইভ স্পেস। আসুস এর দাম আর কবে থেকে এটি পাওয়া যাবে তা এখনও জানায়নি।

Digit.in
Logo
Digit.in
Logo