Asus StudioBook 16 OLED এবং নতুন Vivobook Pro ল্যাপটপ লঞ্চ, জানুন দাম এবং ফিচার

Updated on 16-Dec-2021
HIGHLIGHTS

সাতটি নতুন Asus ল্যাপটপ মডেল টেক মার্কেটে হাজির হয়েছে

দাম শুর হচ্ছে 74, 990 টাকা থেকে

ProArt StudioBook 16 OLED টপ- এন্ড ল্যাপটপের দাম শুরু হচ্ছে 1,69,990 টাকা থেকে

তাইওয়ান টেক জায়েন্ট Asus ভারতে লঞ্চ করেছে একটি লেটেস্ট ল্যাপটপ লাইনআপ। জানা গিয়েছে যে এদেশের কনটেন্ট ক্রিয়েটারদের সুবিধার জন্য Asus টেক মার্কেটে হাজির করেছে নতুন ProArt StudioBook 16 OLED ল্যাপটপ ফ্ল্যাগশিপ। জানা যাচ্ছে যে এই মডেলের সেল শুরু হবে 2022 সালের জানুয়ারি থেকে। পাশাপাশি Vivobook Pro ল্যাপটপ সিরিজের বেশ কয়েকটি নতুন মডেলও লঞ্চ হয়েছে।

এই মুহূর্তে টেক মার্কেটে হাজির হয়েছে Vivobook Pro সিরিজের লেটেস্ট চারটি মডেল। যেগুলি হল- Vivobook Pro 14, Vivobook Pro 15 OLED, Vivobook Pro 14 X OLED এবং Vivobook Pro 16X OLED। এই নতুন Vivobook Pro সিরিজের ল্যাপটপ মডেলগুলির দাম শুরু হচ্ছে 74, 990 টাকা থেকে।

Asus ProArt StudioBook 16 OLED এবং Vivobook Pro ল্যাপটপ মডেলগুলির দাম-

Asus ব্র্যান্ড Vivobook Pro লাইনআপে সবমিলিয়ে মোট সাতটি মডেলকে হাজির করেছে। এগুলির মধ্যে Vivobook Pro 14, Vivobook Pro 15 OLED, Vivobook Pro 14 X OLED মডেল কেনা যাবে AMD এবং ইনটেল দুটি ভ্যারিয়েন্টে । তবে Vivobook Pro 16X OLED ডিভাইসের কোনো ভ্যারিয়েন্ট অপশন আপাতত পাওয়া যাচ্ছে না।

Vivobook Pro 14 ল্যাপটপের ইনটেল ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 74,990 টাকা থেকে। অন্যদিকে AMD অপশনের দাম পড়ছে 94,990 টাকা মতন।

Vivobook Pro 14 X ল্যাপটপের ইনটেল ভ্যারিয়েন্টের দাম শুরু হচ্ছে 94,990 টাকা থেকে। অন্যদিকে AMD অপশনের দাম পড়ছে প্রায় 1,09,990 টাকা।

Vivobook Pro 15 মডেলের ইনটেল ভ্যারিয়েন্টের দাম রয়েছে 74,990 টাকা। AMD অপশন কেনা যাবে 1,04,990 টাকায়।

Vivobook Pro 16X মডেলের দাম রয়েছে 1,24,990 টাকা।

এছাড়া ProArt StudioBook 16 ফ্ল্যাগশিপ মডেল ভারতে কেনা যাবে 1,69,990 টাকায়।

অ্যামাজন, ফ্লিপকার্ট , Asus e-shop ছাড়াও অফলাইনে Asus Exclusive স্টোরস , ROG স্টোরস, Croma, Vijay সেলস, রিলায়েন্স ডিজিটাল স্টোর থেকে প্রত্যেকটি ল্যাপটপ মডেলকে কেনা যাবে। Vivobook Pro সিরিজের মডেলগুলির বিক্রি 14 ডিসেম্বর থেকে শুরু হবে।

Asus ProArt StudioBook 16 OLED (H5600) ল্যাপটপ মডেলের স্পেসিফিকেশন-

ProArt StudioBook 16 OLED ল্যাপটপে রয়েছে AMD Ryzen 5000 সাপোর্ট। এই ডিভাইস রয়েছে NVIDIA GeForce যা সাপোর্ট করবে RTX 3070 গ্রাফিক্স এবং NVIDIA স্টুডিও ড্রাইভারস , অপ্টিমান পারফরমেন্সের জন্য।

এই ল্যাপটপ আসছে 16 ইঞ্চির 4K OLED HDR ডিসপ্লের সাথে। যেখানে রয়েছে 100% DCI-P3 কালার গামুট। এছাড়া স্ক্রিনের অ্যাসপেক্ট রেশিও রয়েছে 16:10 । আসছে PANTONE ভ্যালিডেটেড এবং ক্যালমান ভেরিফায়েড সার্টিফিকেশনের সাথে। এই ল্যাপটপে রয়েছে VESA ডিসপ্লে HDR 500 ট্রু ব্ল্যাক অ্যাক্রিডিটেশনের সাপোর্ট।

ProArt StudioBook 16 OLED ডিভাইসে কানেক্টিভিটির জন্য রয়েছে PCIe 3.0X4 অথবা PCIe 4.0X4 SSDs, 64GB পর্যন্ত MHz DDR4 RAM, ইউএসবি 3.2 জেন 2 টাইপ সি পোর্ট, HDMI 2.1 এবং SD এক্সপ্রেস 7.0 কার্ড রিডার। এছাড়া ক্রিয়েটিভ কাজগুলিকে স্ট্রিমলিং করার জন্য এই ল্যাপটপ বিভিন্ন Adobe অ্যাপ, ফটোশপ, প্রিমিয়ার Pro অ্যাপগুলির সাথে অত্যন্ত ভালোভাবে কাজ করে।

Vivobook Pro 14 X এবং Vivobook Pro 16 X মডেলের স্পেসিফিকেশন-

এই দুটি লেটেস্ট Vivobook Pro মডেল আসছে 14 ইঞ্চি এবং 16 ইঞ্চি ন্যানোএডজেস 4K OLED ডিসপ্লের সাথে। এই ডিভাইস দুটিতে রয়েছে AMD Ryzen 5000 H সিরিজের সাপোর্ট অথবা ইনটেল কোর i7 প্রসেসরের অপশন। আসছে NVIDIA GeForce RTX 3050 Ti গ্রাফিক্সের সাথে । এই ল্যাপটপ মডেল দুটিতে রয়েছে ডায়াল প্যাড, ডুয়াল ফ্যান কুলিং সিস্টেম ডিজাইন এবং 96Wh ব্যাটারির সাপোর্ট। 

Vivobook Pro 14 এবং Vivobook Pro 15 মডেলের স্পেসিফিকেশন-

Vivobook Pro 14 এবং Vivobook Pro 15 ল্যাপটপ আসছে যথাক্রমে 14 ইঞ্চির এবং 15 ইঞ্চির NanoEdge 2.8 FHD OLED ডিসপ্লের সাথে। এই ল্যাপটপ মডেল দুটির স্পেশ্যাল ফিচার হিসেবে রয়েছে AMD Ryzen 5000 H সিরিজ অথবা ইনটেল কোর i7 প্রসেসরের অপশন। এছাড়া রয়েছে NVIDIA GeForce RTX 3050 গ্রাফিক্সের সাপোর্ট। সেই সঙ্গে রয়েছে ডুয়াল ফ্যান কুলিং সিস্টেম এবং আলট্রা ফাস্ট WiFi 6 ।

এই ল্যাপটপ মডেল দুটিতে রয়েছে 16GB 3200 MHz DDR4 RAM সাপোর্ট যা আসছে 512GB SSD স্টোরেজের সাথে। অন্যান্য ফিচার হিসেবে রয়েছে পাওয়ার বাটনের সাহায্যে ওয়ানটাচ লগ-ইন ফিচার, ওয়েবক্যাম শেইল্ড, 63Wh ব্যাটারি। এই ল্যাপটপ মডেলগুলি পাওয়া যাবে নীল এবং সিল্ভার কালার অপশনে।

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Connect On :