Acer ভারতে নতুন গেমিং ডেক্সটপ লঞ্চ করেছে

Acer ভারতে নতুন গেমিং ডেক্সটপ লঞ্চ করেছে
HIGHLIGHTS

তাইওয়ানের হার্ডওয়্যার আর ইলেকট্রনিক ব্র্যান্ড এসার বুধবার ভারতে তাদের গেমিং ডেক্সটপ ‘প্রিডেটার এরিয়ান 9000' লঞ্চ করেছে

তাইওয়ানের হার্ডওয়্যার আর ইলেকট্রনিক ব্র্যান্ড এসার বুধবার ভারতে তাদের নতুন গেমিং ডেক্সটপ ‘প্রিডেটার এরিয়ান 9000' লঞ্চ করেছে। কোম্পানি এক জায়গায় বলেছে যে 319,999 টাকা থেকে এর দাম শুরু হচ্ছে আর এই গেমিং ডেক্সটপটি উচ্চ শ্রেনীর শক্তিশালী ইন্টেল কোর i9 প্রসেসার জুতক। আর এর সঙ্গে এই ডেক্সটপটি এমবিআইডিআইও যুক্ত জি উফার্স জিটিএক্স 1080 য়ের দুটি গ্রাফিক্স কার্ড যুক্ত। আর এটি 2TB অব্দি হার্ড ডিস্ক সাপোর্ট করে। Amazon Samsung Carnivalঃ এই জিনিস গুলির ওপর আজকে ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

এক জায়গায় বলা হয়েছে যে ইন্টেল i9 প্রসেসার আর অ্যাপটেন মেমারির সঙ্গে ভারতে লঞ্চ হওয়া এটি প্রথম গেমিং ডেক্সটপ।

এসার ইন্ডিয়ার সিএমআই এবং কঞ্জিউমার বিজনবেস হেড চন্দ্রদাস পানিগ্রাহী বলেছেন যে, “আমরা বিখ্যাত ‘প্রিডেটার এরিয়ান 9000' গেমিং ডেক্সটপ সবসময় আমাদের প্রধান সহকারী হওয়ায় আমরা খুব খুসি”।

এক বক্তব্যে বলা হয়েছে যে এছাড়া এতে লিকুইড কুলিং আর এসারীর আইএস টানেল 2.0 দেওয়া হয়েছে। আর এটি গরম হবে না। ‘প্রিডেটার এরিয়ান 9000' কিছু বাছাই করা ক্রোম স্টোর আর কিছু এসার স্টোরে পাওয়া যাচ্ছে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo