সহজে এভাবে আধার আর নিজের ড্রাইভিং লাইসেন্স লিক করুন

HIGHLIGHTS

UIDAI আর ভারত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে

নকল ড্রাইভিং লাইসেন্স করা এভাবে বন্ধ হবে

জরিমানা নেওয়া সহজ হবে

সহজে এভাবে আধার আর নিজের ড্রাইভিং লাইসেন্স লিক করুন

ID প্রুফ হিসাবে ব্যাবহৃত হওয়া আধার কার্ড নিয়ে আরও একটি স্পেশাল রিপোর্ট সামনে এসেছে। এই রিপোর্ট অনুসারে UIDAI আর ভারত সরকার আধার কার্ড ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে লিঙ্ক করা অনিবার্য করার চেষ্টা করছে। যদি তাই হয় তবে প্রত্যকে ব্যাক্তির কাছে একটি ড্রাইভিং লাইসেন্সই থাকবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আর এর মানে এই যে নকল ড্রাইভিং লাইসেন্স রাখা বন্ধ হবে। আর আপনাদের বলে রাখি যে আপনারা যদি আধারকার্ডে আপনাদের ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে লিঙ্ক করতে চান তবে আপনাদের সমস্ত ব্যাক্তিগত ডিটেল দিতে হবে।

সরকার বলেছে যে আধার কার্ডের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করানোর কিছু সুবিধা থাকবে। এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্সের ডুব্লিকেট করলে তা সহজে ধরা যাবে আর এর ভুল ব্যাবহার হবে না। আর এর সঙ্গে ড্রাইভারদের সঠিক ভাবে চেনা যাবে ভুয়ো ড্রাইভারের হাত থেকে মুক্তি পাওয়া যাবে।

এভাবে আপনারা আধার আর ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করতে পারবেন

আপনার যদি মনে করেন যে আধার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে লিঙ্ক করানো সমস্যার তবে, তবে আপনাদের বলে রাখি যে এই লিঙ্ক করা খুব একটা ঝামেলার ব্যাপার না। আজকে আমরা আপনাদের এখানে বলব যে কি করে বাড়িতে বসে আধারের সঙ্গে ড্রাইভিং লাইসেন্স লিঙ্ক করা যাবে। আপনাদের বলে রাখি যে হয়ত কিছু ক্ষেত্রে প্রসেস কিছু আলাদা হতে পারে তবে বেসিক জিনিস একই। আসুন তবে এই লিঙ্কিং কি করে করা যায় তা দেখে নেওয়া যাক।

  • নিজদের স্টেট ট্র্যান্সপোর্ট ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যান।
  • লিঙ্ক আধার অপশানে যান।
  • এখানে থাকা মেনুতে ড্রাইভিং লাইসেন্স অপশানে ক্লিক করুন।
  • এখানে নিজেদের ড্রাইভিং লাইসেন্স দিন/
  • গেট ডিটেল অপশানে ক্লিক করুন।
  • নিজের ড্রাইভিং লাইসেন্সের ডিটেল চেক করুন।
  • নিজের 12 সংখ্যার আধার নম্বর দিন।
  • আধার কার্ডের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নম্বর দিন।
  • সাবমিট বটনে ক্লিক করুন যেখানে মোবাইলে OTP আসবে।
  • OTP দিয়ে এই প্রসেসটি সম্পূর্ণ করুন। 

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo