এভাবে বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ড বানান

HIGHLIGHTS

এর সঙ্গে আপনাকে কিছু ডকুমেন্টও আপলোড করতে হবে, যেমন- স্ক্যান্ড ছবি, এজ প্রুফ আর অ্যাড্রেস প্রুফ

এভাবে বাড়িতে বসে অনলাইনে ভোটার কার্ড বানান

যদি আপনি লাইনের ভয়ে এখনও আপনার ভোটার কার্ড না বানিয়ে থাকেন তবে আমরা আপনাদের জন্য একটি ভাল খবর নিয়ে এসেছি। আসলে আপনি আপনার ভোটার আইডি কার্ড অনলাইনেও বানাতে পারবেন, আর তা কিভাবে বানাবেন আমরা সেই উপায় আপনাদের জানাচ্ছি। অ্যামাজনে মোটোরোলা ফোনের ওপর বিশেষ ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

নীচে দেওয়া এই স্টেপ গুলি ফলো করুন

  • প্রথমে আপনি ইলেকশান কমিশানের ওয়েবসাইটটি ওপেন করুন (http://www.nvsp.in/)।
  • এবার আপনি আপনাকে রেজিস্ট্রেশান ফর নিউ ভোটার আইডি কার্ড অপশানে কিল্ক করতে হবে।
  • আর এবার আপনার সামনে ফর্ম 6 ওপেন হবে, সেই ফর্মটি আপনাকে ভর্তি করতে হবে। এই ফর্মটি ফিলআপ করার সময় উপরে থাকা নিজের পছন্দের ভাষার অপশানটি সিলেক্ট করুন। ফর্মটি ভাল করে পড়ে ফিলআপ করুন কারন কোন ভুল হলে আপনার ভোটার আইডি কার্ডে সেই ভুল দেখা যাবে।
  • আর এর সঙ্গে আপনাকে আপনার কিছু ডকুমেন্টও আপলোড করতে হবে, যেমন স্ক্যান্ড ফটো, এজ প্রুফ আর অ্যাড্রেস প্রুফ।
  • অ্যাপলাই করার পরে ইলেকশান কমিশানের অফিসার আপনার ডকুমেন্ট চেক করবেন।
  • সব কিছু ঠিক থাকলে ১ মাসের মধ্যে আপনার ভোটার আইডি কার্ড আপনার বাড়ির ঠিকানায় পৌঁছে যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo