এই 5টি উপায়ে বাড়িতে বসে নিজের PF য়ের টাকা পান

HIGHLIGHTS

অনলাইন ফর্ম ভরুন আর নিজের অ্যাকাউন্টে PF য়ের টাকা পান

এই  5টি উপায়ে বাড়িতে বসে নিজের PF য়ের টাকা পান

আগে সবাইকে নিজের PF অ্যাকাউন্টের টাকা বার করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হত। একবার ফর্মফিলআপ করে দীর্ঘ অপেক্ষার পরেই পাওয়া যেত সেই টাকা। তবে এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে আর তার সাহায্যেই আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি। এবার আমরা অনলাইনে PF অ্যাপ্লিকেশান ফিলআপ করে কয়েক সপ্তাহের মধ্যেই আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমাদের PFয়ের টাকা পেতে পারি।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

যারা নিজেদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর পোর্টাল (UAN)য়ের সঙ্গে নিজেদের আধার নম্বর আর ব্যাঙ্ক ডিটেলস আপটেড করেছেন তারা তাদের অ্যাক্টিভেটেড UAN কে সোজা EPFO ফর্মে সাবমিট করতে পারবেন, আর তারা তাদের আগের কোম্পানির কোন প্রমানের দরকার হবেনা।

Amazon আজকে এই ব্লুটুথ স্পিকার আর হেডফোন গুলির ওপর ভাল ডিস্কাউন্ট দিচ্ছে

  • এই অ্যাপ্লিকেশান ফর্মটি EPFO’র ওয়েবসাইটে পাওয়া যায়। সবার আগে নিজের UAN  নম্বর আর পাসোয়ার্ডের সঙ্গে UAN পোর্টালে লগ ইন করুন।
  • এবার নিজের KYC ডিটেলস স্ট্যাটাস চেক করুন।
  • এবার নিজের দরকার অনুসারে ইউথড্রল ফর্ম বাছুন যেমন PFফুল ইউথড্রল ( যদি আপনি 2 মাসের বেশি সময় ধরে কাজ করছেন তো), EPS (পেনশান) ইউথড্রল বেনিফিটস বা EPF এডভান্স (পার্শিয়াল ইউথড্রল ফর অ্যাডুকেশান, মেরেজ এক্সপেন্সেস, হাউস পারচেস) ইত্যাদি।
  • আর এর পরে আপনার মোবাইল নম্বররে একটি OTP আসবে। ফর্ম সাবমিট করার জন্য OTP এন্টার করুন। এই মোবাইল নম্বরটি আপনার UAN আর আধারের সঙ্গে লিঙ্ক থাকতে হবে।
  • অথরিটি UIDAI থেকে আপনার কাছে ই- KYC (আধার) জেনে আপনাকে আপনার অনলাইন PF প্রসেস সম্পূর্ণ করতে পারবেন।
  • আপনার UAN  অ্যাক্টিভেট থাকা দরকার।
  • আপনার মোবাইল নম্বর আর UAN লিঙ্কড হওয়া দরকার।
  • আপনার EPFO তে আপনার আধার, ব্যাঙ্ক ডিটেলস আর PAN ডিটেলস আপডেট থাকা দরকার।
  • এই 5 স্টেপ ফলো করে আপনি অনলাইনে PF অ্যাপ্লিকেশান ভর্তি করতে পারবেন। আর অফলাইন ফর্ম ফিলআপ করার দরকার হবে না। ফর্ম সাবমিট করার কয়েক সপ্তাহ পরে আপনার PF য়ের অ্যামাউন্ট আপনার অ্যাকাউন্টে এসে যাবে।

 

আমাদের Instagram ফলো করুন

আমাদের YouTube য়েও সাবস্ক্রাইব করুন

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo