ইলেক্ট্রিক যানের জন্য এমান্ডাম উবেরের সঙ্গে চুক্তি করেছে

HIGHLIGHTS

কোম্পানি অনুসারে উবের প্ল্যাটফর্মে দেওয়া এর ইবি তে ‘ই২ অ্যাপেলস’ হ্যাচব্যাক আর ‘ইবোরেট’ সোডানও আছে

ইলেক্ট্রিক যানের জন্য এমান্ডাম উবেরের সঙ্গে চুক্তি করেছে

মহিন্দ্রা অ্যান্ড মহিন্দ্রা গত শুক্রবার জানিয়েছে জে তারা ক্যাব রাইড কোম্পানি উবেরের সঙ্গে চুক্তি করেছে, যাতে উবের প্ল্যাটফর্মে দেশের কোন শহ্রে কোম্পানির ইলেক্ট্রিক গাড়ি তৈরি করা হবে। বম্বে স্টক এক্সচেঞ্জের কার সেকশেনে দেওয়া রিপোর্ট অনুসারে এই দুটি কোম্পানি একত্রে নিউ দিল্লি আর হায়াদ্রাবাদে শুরুর হওয়া সেকেন্ডারি ইবি তৈরি করবে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

কোম্পানি অনুসারে উবেরের প্ল্যাটফর্মে তৈরি করা তাদের ইবি তে ‘ই২ অ্যাপ্লেস’ হ্যাচব্যাক আর ‘ইবোরেট’ সোডানও আছে।

দাখিল করা নিয়ামকে বলা হয়েছে যে, “ চুক্তি অনুসারে দুটি কোম্পানি মহিন্দ্রা ইলেক্ট্রিক বাহনের অন্তর্গত সেই সব শহরে তৈরির সম্ভাবনা দেখা হবে”।

এমান্ডেমের প্রবন্ধ নির্দেশক পবন গোয়েঙ্কা বলেছেন, “ভারতে ইলেক্ট্রিক বাহ্নের ব্যবহার আরও বেশি ভাবে বাড়ানো দরকার। ইবি বাহন আগ্রনি হওয়ায় আমরা সবার আগে থাকতে চাই, এই পরিবর্তনকে আরও গতিশীল করা দরকার”।  

উবের ভারতের প্রধান ব্যাবসায়িক আধিকারিক মধু কন্যান বলেছেন, “আমরা উচ্চ দক্ষতা যুক্ত ভারতে প্রযুক্তিগত কারনে গুরুত্বপূর্ণ আর এই জন্য মহিন্দ্রার সঙ্গে চুক্তি করেছি আর তা শুধু উবেরের জন্য নয় বরং যে সমস্ত শহরে আমাদের পরিষেবা আছে, সেখানে আমাদের হাব্রিড চুক্তি আর পরিষেবায় সুবিধা হবে”। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo