মাত্র 4699 টাকা থেকে শুরু Portable Air Cooler এর দাম, অ্যামাজন গ্রেট সামার সেলে দেদার ছাড়

Updated on 01-May-2025
HIGHLIGHTS

আজ 1 মে দুপুর 12টা থেকে Amazon Great Summer Sale 2025 সমস্ত গ্রাহকদের জন্য লাইভ করা হয়েছে

অ্যামাজন গ্রেট সামার সেলে Portable Air Cooler Deals পাওয়া যাচ্ছে

গ্রেট সামার সেল চলাকালীন এয়ার কুলারে 35 শতাংশ থেকে শুরু করে ছাড় অফার করছে

Amazon Great Summer Sale 2025 রাত 12টা থেকে প্রাইম মেম্বরদের জন্য লাইভ হয় গেছে। এবার আজ 1 মে দুপুর 12টা থেকে এই সেল সমস্ত গ্রাহকদের জন্য লাইভ করে দেওয়া হবে। আপনার কাছে যদি Amazon Prime Subscription থাকে তবে এই সেলে আপনি আরও একগুচ্ছ ডিল পেতে পারেন। এখানে আমরা অ্যামাজন গ্রেট সামার সেলে সেরা কিছু Portable Air Cooler Deals সম্পর্কে বলবো। গ্রেট সামার সেল চলাকালীন এয়ার কুলারে 35 শতাংশ থেকে শুরু করে ছাড় অফার করছে। কম দামে সেরা পোর্টেবাল এসি কেনার এখনই সুযোগ। আসুন জেনে নেওয়া যাক কত টাকা সস্তায় কেনা যাবে পোর্টেবাল এয়ার কুলার।

Bajaj PX97 Torque New 36L Personal Air Cooler For Home

ডিল প্রাইস: 5,624 টাকা

অ্যামাজন গ্রেট সামার সেলে বাজাজ কোম্পানির এই এয়ার কুলারটি 36 লিটার ক্ষমতা সহ আসে। এটি 6000 টাকার কম দামে সেলে কেনা যাবে। তবে এটি আসল দাম 9050 টাকা। এতে 38 শতাংশ ছাড় অফার করা হচ্ছে। কোম্পানি এতে HDFC কার্ড পেমেন্টে অতিরিক্ত ছাড়ও দিচ্ছে।

আরও পড়ুন: পুরো 25000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে Samsung এর ফ্ল্যাগশিপ AI ফোন, 7 বছর পর্যন্ত থাকবে একদম নতুন\

Bajaj DMH90 Neo 90L Desert Cooler For Home

ডিল প্রাইস: 10,999 টাকা

বাজাজ কোম্পানির এই এয়ার কুলারটি 90 লিটার জলের ক্ষমতা রাখে। এতে বড় আইস চেম্বার দেওয়া। সাথে এতে হাই স্পিড ফিচার পাওয়া যাবে। এই এয়ার কুলারটি বড় ঘরের জন্য সেরা বিকল্প হতে পারে। কোম্পানি এতে 3 বছরের ওয়ারেন্টি অফার করছে।

Symphony Diet 12T Personal Tower Cooler

ডিল প্রাইস: 5,499 টাকা

সিমফানি কোম্পানির এই এয়ার কুলারটি 12 লিটার ক্ষমতা সহ আসে। এটি 5,499 টাকা দামে বিক্রি হচ্ছে। তবে এটির আসল দাম 7299 টাকা। এতে কোম্পানি 500 টাকার অতিরিক্ত কুপন ছাড়ও অফার করছে। যার পরে এই কুলারটি মাত্র 4,999 টাকা কেনা যাবে। কোম্পানি এতে 500 টাকার ইনস্ট্যান্ট ছাড় অফার করছে।

Havells Kalt Pro 17 L Personal Air Cooler

ডিল প্রাইস: 4,880 টাকা

হেভেল কোম্পানির 17 লিটারের এই এয়ার কুলারটি মাত্র 4,880 টাকা দামে কেনা যাবে। গ্রাকরা এতে 500 টাকার ব্যাঙ্ক অফারও পেতে পারেন। স্লিক এবং স্টাইলিশ ডিজাইন সহ আসা এই কুলারে হানিকম্ব প্যাড দেওয়া সাথে 3 সাইডে ব্যাকটেরিয়া শিল্ডও রয়েছে।

Hindware Smart Appliances Frostwave 38L Personal Air cooler

ডিল প্রাইস: 4,849 টাকা

এই তালিকায় রয়েছে হিন্ডওয়ের স্মার্ট এয়ারকুলার যা 38 লিটার জলের ক্ষমতা সহ আসে। এটি 5000 টাকার কম দামে মাত্র 4849 টাকায় কেনা যাবে। এছাড়া কোম্পানি এতে 500 টাকার ব্যাঙ্ক ছাড় অফার করছে।

আরও পড়ুন: Amazon Great Summer Sale 2025: প্রাইম মেম্বারদের জন্য শুরু হল সেল, দেখে নিন টপ 5 স্মার্টফোনের ডিল

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :