আজকে পেটিএমমলে এই জিনিসের ওপরে কিছু স্পেশাল অফার নিয়ে এসেছে
কেমন হয় যদি কোন জিনিস আপনি একদম বিনামুল্যে পান! অবাক হচ্ছেন? আসলে এই জিনিস গুলি আপনি আজকে কিছু শর্ত সাপেক্ষে একদম বিনামুল্যে হ্যাঁ মানে কোন রকমের মূল্য ছাড়াই নিজের করতে পারবেন।এর মধ্যে যে জিনিস গুলি আছে তা সবই কোন না কোন ভাবে আপনার নিত্যদিনের কাজে লাগবে। আসুন তবে দেখা যাক যে আজকে কোন কোন জিনিসের ওপরে এইও স্পেশাল অফার দেওয়া হচ্ছে।
এর ওপরে কিছু টার্মস আর কন্ডিশান রাখা হয়েছে। আর সেই সব টার্মস আর কন্ডিশান আপনারা এই আর্টিকেলে একদম নীচে দেখতে পারবে।
এই প্রোডাক্টটির আসল দাম এমনিতে 999টাকা আর ডিস্কাউন্টের পরে এটি 199টাকায় কেনা যাচ্ছে। তবে শুধু এই নয় এর ওপরে যদি আপনি FIRSTTIMELUCKY কুপন ব্যাবহার করেন তবে এই প্রোডাক্টটির জন্য আপনাকে কোন টাকা দিতে হবেনা। এখান থেকে কিনুন।
এই প্রোডাক্টটির আসল দাম 599টাকা আর এটি ডিস্কাউন্টের পরে 199টাকায় কেনা যাচ্ছে। তবে এটি যদি আপনারা FIRSTTIMELUCKY কুপনের মাধ্যমে কেনেন তবে এর জন্য আপনাদের আর কোন মূল্য দিতে হবে না। এখান থেকে কিনুন।
এই প্রোডাক্টটির দাম এমনিতে 599টাকা আর এর ওপর ডিস্কাউন্টের পরে এটি 199 টাকায় কেনা যাচ্ছে। তবে এটিও FIRSTTIMELUCKY কুপনের মাধ্যমে কিনলে কোন রকমের মূল্য ছাড়া আপনার হতে পারে। এখান থেকে কিনুন।
এই ডিভাইসটির আসল দাম এমনিতে 538টাকা আর এটি ম্যাক বুক সহ অনেকের সঙ্গে কানেক্ট করা যায়। আর এটি ডিস্কাউন্টের পরে 149টাকায় আপনার হতে পারে। আর এটিও FIRSTTIMELUCKY কুপনের মাধ্যমে কিনলে কোন রকম মূল্য ছাড়াই আপনার হতে পারে। এখান থেকে কিনুন।
এর আসল দাম 449টাকা আর এটি 189 টাকায় ডিস্কাউন্টের পরে কেনা যেতে পারে। আর এটি টুলবারের একটি সম্পূর্ণ কিট। এতে রাবার সিমেন্টও আছে। এটিও অবশ্য আজকে FIRSTTIMELUCKY কুপনের মাধ্যমে কিনলে এর দাম শুন্য হয়ে যাবে। এখান থেকে কিনুন।
এর আসল দাম এমনিতে 1999টাকা আর ডিস্কাউন্টের পরে এটি 199টাকায় কেনা যাবে। আর এটি একটি ওয়ালেট বেল্ট আর অক্স কেবেল আর OTG কেবেল্র সম্পূর্ণ কম্বো। এটিও আজকে FIRSTTIMELUSKY কুপনের মাধ্যমে কিনলে শুন্য মুল্যে কেনা যাবে। এখান থেকে কিনুন।
স্টেনলেস স্টিলের এই ইডলি স্ট্যান্ডটির দাম এমনিতে 220 টাকা আর ডিস্কাউন্টের পরে এটি 185টাকায় কেনা যাবে। তবে এটিও আপনারা যদি FIRSTTIMELUCKY কুপনের মাধ্যমে কেনেন তবে বিনামুল্যে পাবেন। এখান থেকে কিনুন।
আপনার প্রথমে কেনাকাটায়100%ক্যাশব্যাক পান (সর্বাধিক ২০০টাকায়)।
এর সঙ্গে 555 টাকার ক্যাশব্যাক কমকরে 2000টাকার ফ্লাইট বুকিংয়ে পান।
প্রোমোকোডটি শুধু মাত্র একবারই ব্যাবহার করা যাবে।
FISRTTIMELUCKY প্রোমোকোডটি যে কোন একটি প্রোডাক্টে পাওয়া যাবে।
প্রত্যেক ইউসার প্রোমোকোড একবারই ব্যাবহার করতে পারবেন।
ক্যাশব্যাক KYC যে ইউসারদের নেই তাদের জন্য প্রযোজ্য নয়। ক্যাশব্যাকের জন্য আপনার KYC দিন। আর আগেই দিয়ে থাকলে ইগনোর করুন।
এই ক্যাশব্যাক অফার One97 য়ের জন্য এক্সটেন্ড হবে তবে তা পেটিএম্ল ওয়ালেটের লিমিটেড ব্যাবহারে। আর যা পেটিএম ই কমার্স প্রাইভেট লিমিটেডের। পেটিএম ওয়ালেট শপিং, রিচার্জ ইউটিলিটি বিল পেমেন্ট, সিনেমার টিকিট, ট্র্যাভেল বুকিং আর দোকানের টাকা দেওয়া সহ সব ট্রান্সাক্সানে ব্যাবহার করা করা যাবে।