PaytmMall য়ে আজকে স্মার্টফোন, টেলিভিশানও আরও বেশ কিছু জিনিসের ওপর ক্যাশব্যাক আর ডিস্কাউন্ট অফার করা হচ্ছে

HIGHLIGHTS

আজকের এই ডিস্কাউন্ট আর ক্যাশব্যাক অফারের তালিকায় স্মার্টফোন, ব্লুটুথ হেডফোনের সঙ্গে টেলিভিশানও আছে

PaytmMall য়ে আজকে স্মার্টফোন, টেলিভিশানও আরও বেশ কিছু জিনিসের ওপর ক্যাশব্যাক আর ডিস্কাউন্ট অফার করা হচ্ছে

এমনিতে বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট প্রায়ই কোন না কোন ডিস্কাউন্ট দিয়ে থাকে। আর আজকে পেটিএমমলে বেশ কিছু জিনিসের ওপর ডিস্কাউন্টের সঙ্গে ক্যাশব্যাক অফারও পাওয়া যাচ্ছে। আজকের এই ডিস্কাউন্ট আর ক্যাশব্যাক অফারের তালিকায় স্মার্টফোন, ব্লুটুথ হেডফোনের সঙ্গে টেলিভিশানও আছে। তবে আসুন আজকের অফার গুলি দেখে নেওয়া যাক।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Philips SHB3060BK Bluetooth Headphones (Black), আজকে এই ফিলিপ্সের ব্লুটুথ হেডফোনটি পেটিএমমল থেকে 2,799টাকায় কিনতে পাওয়া যাচ্ছে।এর ওপর 7%য়ের ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আর সাইটে এর আসল দাম 2,999 টাকা বলা হয়েছে। এটি ONCEAMONTH য়ের মাধ্যমে 200 টাকার ক্যাশব্যাক পাওয়া যাবে। এখান থেকে কিনুন। 

Moto G5s Plus (Lunar Grey, 64GB), আজকে এই মোটোরোলার ফোনটি পেটিএমমল থেকে 12% ডিস্কাউন্টের সঙ্গে 14,899 টাকায় কিনতে পাওয়া যাবে। এর আসল দাম 16,999 টাকা বলা হয়েছে। এই 5.5 ইঞ্চির Full Hd ডিসপ্লে যুক্ত ফোনটি আজকে এখান থেকে কিনলে প্রোমোকোড ব্যবহার করলে 10%য়ের ক্যাশব্যাক পাওয়া যাবে। এখান থেকে কিনুন। 

OPPO F1s 64GB GOLD, আজেক এই ওপ্পোর ফোনটি পেটিএমমলে 14,989টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এটি আজকে এখান থেকে 25% ডিস্কাউন্টের সঙ্গে কিনতে পাওয়া যাচ্ছে। এর আসল দাম 19,999টাকা। এই ফোনটি 5.5ইঞ্চির ডিসপ্লে যুক্ত। আর এটি প্রোমোকোডের ক্যাশব্যাকে 10% ক্যাশব্যাকে কিনতে পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Smartron srt.phone 64GB Titanium Grey, আজকে এই ফোনটি এখানে 40% ডিস্কাউন্টের সঙ্গে 8,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই ফোনটির আসল দাম 14,990 টাকা বলা হয়েছে। এই ফোনটি প্রোমোকোডের মাধ্যমে কিনলে 10% ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

Sony Xperia XA1 Dual 32 GB (Black), আজকে এই সোনির ফোনটি পেটিএমমল থেকে কিনলে 19% ডিস্কাউন্টের সঙ্গে 16,999টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটির আসল দাম 20,990টাকা বলা হয়েছে। এই ফোনটিতেও ক্যাশব্যাক অফার পাওয়া যাচ্ছে। এখান থেকে কিনুন।

TCL 101.6 cm (40 ) L40D2900 Full HD LED TV (Black), আজেক এই স্মার্টটিভিটিও পেটিএম মলে ডিস্কাউন্ট আর ক্যাশব্যাক অফারে কিনতে পাওয়া যাচ্ছে। আজকে এটি 40% ডিস্কাউন্টের সঙ্গে 20,990টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। এই স্মার্টটিভিটির আসল দাম 34,990 টাকা বলা হয়েছে। এই টেলিভিশানটি প্রোমোকোডের মাধ্যমে কিনলে 15% অব্দি ক্যাশব্যাক পাওয়া যেতে পারে। এখান থেকে কিনুন।

 

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

নোটঃ সাইটে ডিভাইসের দামে বা অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে, সাইটের দামের বা অফারের পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন। 

 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo