রিলায়েন্স জিও আর SBI এবার একসঙ্গে আনছে ডিজিটাল ব্যাঙ্কিং

রিলায়েন্স জিও আর SBI এবার একসঙ্গে আনছে ডিজিটাল ব্যাঙ্কিং
HIGHLIGHTS

এই সময়ে এই চুক্তিতে Yono ( ইউ ওনলি নিড ওয়ান) য়ের মাধ্যমে দেইয়া হবে, যা SBI য়ের নিয়ে আসা একটি ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপ

রিলায়েন্স জিও আর স্টেটব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিজিটাল ব্যাঙ্কিং কমার্স আর ফাইনানশিয়াল সার্ভিস দেওয়ার জন্য চুক্তি করেছে। Reliance Jio আর স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর আগে থেকেই 70:30 চুক্তিতে আব্ধ। এই সময়ে এই চুক্তিতে Yono (ইউ ওনলি নিড ওয়ান) য়ের মাধ্যমে এই পরিষেবা দেওয়া হবে এটি SBI য়ের একটি ডিজিটাল ব্যাঙ্কিং অ্যাপ।

একটি প্রেস মিটে RIL জানিয়েছে যে Yono ডিজিটাল ব্যাঙ্কিংয়ের ফিচার্স আর সলিউশান মাইজিও অ্যাপের মাধ্যমে ইনেবেল করা হবে আর জিও প্রাইম ইউজার্সদের রিলায়েন্স রিটেল, জিও, পার্টনার ব্র্যান্ডস আর মার্চেন্টের স্পেসাল ডিল অফার করা হবে।

RIL য়ের চেয়ারম্যান মুকেশ আম্বানি বলেছেন, “ SBI য়ের কাস্টমার সারা বিশ্বে আছে। জিও রিটেল ইকোসিস্টেমের সঙ্গে যুক্ত হয়ে প্ল্যাটফর্মে আর সুপিরিয়ার নেটওয়ার্কের ব্যাবহার করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ”।

আর অন্য দিকে SBI বলেছে যে , “ ডিজাইনিং, নেটওয়ার্ক দেওয়া আর কানেক্টিভিটি সলিউশানের জন্য জিও তাদের প্রেফার্ড পার্টনার্সদের এঙ্গেজ করবে”।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo