Raksha Bandhan 2025 or Rakhi Bandhan wishes in Bengali Images status messages GIF
Raksha Bandhan 2025 wishes in Bengali: হিন্দু ধর্মে রাখি বন্ধন এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগময় উৎসব। ভাই-বোনের অটুট ভালোবাসা ও সম্পর্কের প্রতীক এই দিনটি প্রতিবছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। 2025 সালে রাখী বন্ধন 9 অগাস্ট, শনিবার উদযাপিত হবে। এই দিনে বোন ভাইয়ের হাতে রাখী বাঁধে, আর ভাই আজীবন বোনকে সুরক্ষা দেওয়ার অঙ্গীকার করে ও উপহার দেয়। ভাই-বোনকে রাখি বন্ধনের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। এই উপলক্ষে, আপনি আপনার কাছের মানুষ বা আপনার ভাই বা বোনকে শুভেচ্ছা পাঠাতে পারেন।
রাখি বন্ধনের শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভাই-বোনের এই অটুট সম্পর্ক চিরদিন অটুট থাকুক।
ভাই বোনের সম্পর্ক চাঁদের আলোর মত মধুর, যতই হোক ঝগড়া লড়াই সম্পর্ক থাকে অটুট।
ভাই-বোনের ভালোবাসা, হোক চির অমলিন। শুভ রাখি পূর্ণিমা
রাখি হলো এমন এক সুতো, যা দুটোকে আত্মাকে একটি আনন্দের বাঁধনে বেঁধে রাখে… শুভ রাখী পূর্ণিমা
ভাই-বোনের বন্ধন চিরকাল অটুট থাকুক। রাখী বন্ধনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।”
রাখি বন্ধনের এই শুভ দিনে ভাই-বোনের সম্পর্ক হোক আরও মধুর ও শক্তিশালী। শুভ রাখী বন্ধন!”
ভালোবাসা, স্নেহ আর বিশ্বাসে বাঁধা ভাই-বোনের সম্পর্কের জন্য রইল রাখী বন্ধনের শুভেচ্ছা।
রাখি বন্ধনের প্রতিটি মুহূর্ত ভরে উঠুক ভালোবাসা ও আনন্দে। শুভ রাখী বন্ধন!
ভাই-বোনের মধুর সম্পর্কের প্রতীক রাখী বন্ধন উপলক্ষে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।
ভাই-বোনের অটুট সম্পর্কের প্রতীক রাখী বন্ধনে রইল আন্তরিক শুভেচ্ছা ও আশীর্বাদ।
রাখির এই পবিত্র দিনে ভাই-বোনের হৃদয় ভরে উঠুক আনন্দে। অনেক শুভেচ্ছা ও ভালোবাসা।
ভাই-বোনের স্নেহ-ভালোবাসা থাকুক চির অটুট। শুভ রাখী বন্ধন!
এই রাখি বন্ধনে থাকুক হাসি, আনন্দ আর অবিচ্ছেদ্য সম্পর্কের অঙ্গীকার। শুভেচ্ছা রইল।
কাছে দুরে যেখানেই থাকো, আমরা এই রাখি তোমায় আমার কথা মনে করাবে। তোমার আমার বন্ধনকে অটুট রাখুক। তোমার সব বিপদ কাটুক… শুভ রাখি বন্ধন
WhatsApp-এ মেসেজ, ভিডিও, ছবি বা GIF পাঠাবেন কীভাবে
সবার প্রথম আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট খুলুন।
এবার আপনি যাকে হোয়াটসঅ্যাপ শুভেচ্ছা পাঠাতে চান, তার চ্যাট ওপেন করুন।
এখানে মেনু বার বিকল্পে গিয়ে GIF বা স্টিকার থেকে আপনার পছন্দের ছবি পাঠিয়ে দিন।