Poila Boishakh 2025 or Pohela Boishakh wishes in Bengali how to send messages whatsapp status photos
Happy Poila Boishakh 2025 or Pohela Boishakh wishes in Bengali: পহেলা বৈশাখ বা পয়লা বৈশাখ হল বাংলা নববর্ষের সূচনা। বাঙালিরা এই বিশেষ দিনটিকে অত্যন্ত উৎসাহের সাথে স্বাগত জানায়। এই বছর, বাংলা নববর্ষ 15 এপ্রিল, মঙ্গলবার পালিত হবে। বাংলা ক্যালেন্ডার হিসেবে আমরা এবার ১৪৩২ এ পা দিতে চলেছি। পয়লা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন, যা বাঙালিদের অন্যতম প্রধান উৎসব। পয়লা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে পরিচিত।
বছরের প্রথম বাঙালিরা তাদরে ঘর, বাড়ি সাজিয়ে রাখে, নতুন জামাকাপড় পরেন, ঘর-বাড়ি পরিষ্কার করেন, এবং আত্মীয়-স্বজনদের সঙ্গে সময় কাটান। এই দিনটির সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের সংস্কৃতির অনুষ্ঠান যেমন নাচ, গান, খাবারের আয়োজন এবং পরিধানশৈলী থাকে। নতুন বছরে আপনার প্রিয়জনদের, গুরুজনদের জানান বাংলা নতুন বছরের প্রণাম এবং শুভেচ্ছা।
এই বিশেষ দিনে আপনার সব ইচ্ছা পূর্ণ হোক এবং নতুন বছরটি নিয়ে আসুক নতুন আশার আলো। শুভ নববর্ষ ১৪৩২!
পুরনো বছরের সমস্ত দুঃখ কষ্ট মুছে, শুরু হোক নতুন জীবন এবং নতুন বছর। নববর্ষের রইলে অনেক শুভেচ্ছা।
নতুন বছরের এই প্রথম দিনটি আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসুক। আপনার সকল স্বপ্ন পূর্ণ হোক এবং আগামী দিনগুলো হোক আনন্দময় ও সফল। শুভ নববর্ষ!
পয়লা বৈশাখে গুরুজনদের জানাই প্রণাম, ছোটদের আর্শীবাদ। সারা বছর ভাল কাটুক।
এসো নববর্ষ, আগুন জ্বালো হৃদয়ের মাঝে, জীর্ণতার ছাই করুক, উঠুক নতুন মাজে। আলোকের করে চেপ্তে শুভ হোক বৈশাখ, আনন্দে ভরে উঠুক সবার প্রাতঃরাশ।
পুরনো গ্লানি মুছে, নতুন আলোয় ভরে উঠুক জীবন। পহেলা বৈশাখের শুভেচ্ছা রইল।
নববর্ষে আপনার জীবন ভরে উঠুক সুখ এবং শান্তি। শুভ পয়লা বৈশাখ
এই পহেলা বৈশাখ আপনার জীবনে বয়ে আনুক শান্তি, সমৃদ্ধি এবং নির্মল আনন্দ। শুভ নববর্ষ!
এই বাংলা নববর্ষ হোক আশীর্বাদ ভরা একটি নতুন অধ্যায়। শুভ নববর্ষ।
নতুন বছরের এই প্রথম দিনে আপনার জীবনে আনন্দ, সাফল্য ও শান্তি নেমে আসুক। সুখী ও সমৃদ্ধ এক নতুন বছর কাটুক! শুভ নববর্ষ!
নতুন বছর আপনার জীবনে নিয়ে আসুক নতুন আশা, নতুন উদ্যম এবং অসীম সুখের বার্তা। পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হোক, এবং জীবনে আগত প্রতিটি দিন হোক আনন্দ ও সমৃদ্ধিতে ভরা। শুভ নববর্ষ ১৪৩২!
পয়লা বৈশাখের এই শুভ দিনে আপনার সব স্বপ্ন পূর্ণ হোক এবং নতুন বছরের প্রতিটি দিন হয়ে উঠুক আনন্দময় ও সমৃদ্ধ।
নতুন বছরের প্রথম দিনটি আপনার জীবনে নিয়ে আসুক অগণিত সুখ, শান্তি, সমৃদ্ধি এবং নতুন আশা।
পয়লা বৈশাখের এই বিশেষ দিনে আপনার সব স্বপ্ন পূর্ণ হোক, আর নতুন বছরের প্রতিটি দিন হোক আনন্দে ও ভালোবাসায় ভরা। শুভ নববর্ষ ১৪৩২!
এই বছরটি তোমাদের ঐতিহ্য এবং স্বপ্নের আরও কাছে নিয়ে আসুক। শুভ নববর্ষ!
নতুন বছরের প্রথম দিন থেকে আপনার জীবনে আসুক সুখ, শান্তি এবং উন্নতি। শুভ পয়লা বৈশাখ
1432 কাটুক আপনার মনের মতো এবং আপনার সমস্ত ইচ্ছা এবং আকাঙ্খা পূর্ণ হোক। শুভ নববর্ষ!
পয়লা বৈশাখে নতুন জামা, জমিয়ে আড্ডা, খাওয়া দাওয়া এবং ভালোবাসার মানুষের সাথে কাটুক আপনার পুরো বছর। শুভ পয়লা বৈশাখ
এসো, এসো, এসো হে বৈশাখ তাপসনিশ্বাসবায়ে মুমুর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গাঁতি, অক্ষবাষ্প সুদূরে মিলাক। মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, -আম্লয়ানে শুার্চ হোক ধরা। শুভ নববর্ষ
বৈশাখের উজ্জ্বল আলোয় দূর হোক সকল অন্ধকার, জীবন হোক সাফল্যে ভরপুর। শুভনববর্ষ
শুভ নববর্ষের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। শুভ পহেলা বৈশাখ!
নতুন প্রভাতের নতুন আলোকে স্বাগত জানাই এই ধরনীকে। আনন্দ মনে স্বাগত জানান নতুন বছরকে।
শুরু হোক নবপ্রাণ নবচেতনার নব প্রভাতের আলোয় নব সূচনার। শুভ নববর্ষ
নতুন সূর্য, নতুন আলো, নতুন স্বপ্ন বাঁধুক ভালো! নতুন বছরের শুভেচ্ছা
মনভরে আসুক মুখ-শান্তির ছায়া.. নতুন বছর হোক প্রেম আর ভালোবাসায় মায়া।
রঙে রঙিন হোক নতুন বছরের প্রতিটি দিন। শুভ হোক নববর্ষ
আরও পড়ুন: একধাপে 3500 টাকা ছাড়ে বিক্রি হচ্ছে 50MP সেলফি ক্যামেরা সহ Vivo 5G ফোন, জানুন নতুন দাম কত