এই জিনিস গুলি ডিস্কাউন্ট ছাড়া ক্যাশব্যাক অফারেও কিনতে পাওয়া যাচ্ছে
Paytm মলে বেশ কিছু প্রোডাক্টের ওপর ডিস্কাউন্ট আর অফার পাওয়া যাচ্ছে।, আর এই অফার গুলি ডিস্কাউন্ট অফার ছাড়া ক্যাশব্যাক অফারও পাওয়া যাচ্ছে। আর আপনারা যদি স্মার্টফোন, হার্ডডিস্ক বা TV কিনতে চান তবে এই আর্টিকেলটি একবার দেখতে পারেন।
OPPO F3: OPPO F3ঃফোনটির দামের ওপর 26% য়ের ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে আর এর দাম 20,990 টাকা থেকে কমে 15,499টাকা হয়েছে। এই ডিভাইসটি OPPO10 কোডের মাধ্যমে কিনলে 1,550 টাকা বাচানো সম্ভব।এই স্মার্টফোনটিতে 5.5 ইঞ্চির ডিসপ্লে আছে আর এই ডিভাইসে 13 MP’র রেয়ার ক্যামেরা আর 16MP + 8 MP’র ডুয়াল ফ্রন্ট ক্যামেরা আছে। এখান থেকে কিনুন।
Lenovo MIIX 320: এই ল্যাপটপটি 17,500টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। LAPTOP8 কোডের ব্যবহার করে এই ডিভাইসটি কেনার সময় 1400টাকা বাচানো সম্ভব।এই ল্যাপটপটির স্ক্রিন সাইজ 10.1ইঞ্চির আর এই ল্যাপটপটি উইন্ডোজ 10য়ে কাজ করে। Lenovo MIIX 320 ল্যাপটপটি 10 ঘন্টার ব্যাটারি লাইফ দেয়। এখান থেকে কিনুন।