খুব তাড়াতাড়ি UIDAI এবার আধার সুরক্ষায় নিয়ে আসবে ফেসিয়াল রেকগজিশান

Updated on 16-Jan-2018
HIGHLIGHTS

এর ফলে আর আধার কার্ড নকল বা জাল করা সম্ভব হবেনা বলে জানিয়েছে সংস্থা

আধার সুরক্ষা নিয়ে এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে ইউআইডিএআই। সোমবার সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, আধারের সুরক্ষা নিশ্চিত করতে এবার নেওয়া হবে মুখের ছাপ। কারণ হিসেবে বলা হয়েছে, হাতের ছাপ সকলের পাওয়া সম্ভব হচ্ছে না। 
 
বিশেষ করে বৃদ্ধ–বৃদ্ধাদের আঙুর ছাপ নিতে সমস্যা হচ্ছে, সেকারণেই এবার মুখের ছাপ নেওয়া হবে। তাহলে আর কোনও নকল বা জাল করা যাবে না বলে দাবি সংস্থার। সহজে আধার নম্বর হ্যাক করাও সম্ভব হবে না। ১ জুলাই থেকেই এই নতুন কাজ শুরু হবে বলে জানিয়েছে আধার কর্তৃপক্ষ।
 
তবে এই জন্য আপনাকে আর আধার সেন্টারে যেতে হবেনা। ইউডিআই তার ডেটাবেসে নতুন এই ফিচার জুড়বে। সেই ফিচারের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা সিস্টেমে ফেস মোডালিটি বা মুখের ছাপের ব্যবস্থা করবে। ইতিমধ্যেই ভার্চুয়াল আইডি বা নম্বরের সিস্টেম করেছে তারা। ইতিমধ্যেই চার কোটির বেশি নাগরিকের আধার কার্ড করে ফেলেছে।
 
যাঁদের আধার কার্ড হয়ে গিয়েছে তাঁরা নিজেরাই আধার ওয়েবসাইটে গিয়ে নিজেদের মুখের ছাপ দিয়ে বায়োমেট্রিক অথেন্টিসিটি লক করতে পারবেন। যে মোবাইল নম্বর থেকে  কাজটি করবেন সেটি যেন অবশ্যই আধার লিঙ্ক থাকে। 

Connect On :