HIGHLIGHTS
আমরা এই আর্টিকেলে আপনাদের উমং অ্যাপটির বিষয়ে বলব যার মাধ্যমে আপনি আপনার UAN নম্বর আধারের সঙ্গে লিঙ্ক করতে পারবেন
31 মার্চের আগে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান কার্ড, মোবাইল নম্বর আর UAN নম্বরের মতন জরুরি বিষয়ের সঙ্গে আধার লিঙ্ক করানো আবশ্যক করা হয়েছে। আর আপনি যদি এখনও আপনার UAN আধারের সঙ্গে লিঙ্ক না করিয়ে থাকেন তবে আপনি এই অ্যাপটির মাধ্যমে আপনার আধার লিঙ্ক করাতে পারবেন। আর এটি একটি সহজ প্রক্রিয়া। আমরা এই আর্টিকেলে আপনাদের উমং অ্যাপের মাধ্যমে কি ভাবে আপনাদের UAN নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করবেন তা বলব। ফ্লিপকার্টে শুরু হল মোবাইল বোনাঞ্জা অফার, স্মার্টফোন সহ এই জিনিস গুলির ওপরও ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে
Survey