এখন ইন্টারনেট ছাড়া ফোন বা জীবন দুটো কল্পনা করাই বেশ চাপের ব্যাপার। ফোন কি কেবলই যোগাযোগের মাধ্যম আজ? একদমই না। কত কাজ করা যায় ফোন দিয়েই। আর সেখানে যদি ইন্টারনেটের সমস্যা হয় তাহলে সেটা চাপের বিষয় বইকি! অনলাইনে ভিডিও দেখা হোক বা কাজ করা সবই আটকে যায় স্লো ইন্টারনেটে স্পিডের কারণে। কিন্তু একাধিক উপায়ে আপনি এই ইন্টারনেটের গতি বাড়াতে পারবেন। দেখুন কী করবে।
ফোনে ইন্টারনেটের স্পিড সমস্যা করছে? কোনও ব্যাপার নয়। এয়ারপ্লেন মোড অন করুন। 10-15 সেকেন্ড অপেক্ষা করে আবার এই মোড অফ করে দিন। এতে ইন্টারনেটের গতি অনেকটাই বেড়ে যায়।
ফোনের সেটিংসে গিয়ে দেখুন নেটওয়ার্ক কোন মোডে আছে। অনেক সময় নেটওয়ার্ক 4G-র বদলে 2 বা 3G -তে চলে যায়। তখন সেটাকে ঠিক করে আবার 4 বা 5G -তে দিয়ে দিন। তাহলে স্পিড ঠিক হয়ে যাবে।
ফোন অফ করে ফের অন করুন। এতে অনেক সময় উপকার মেলে। অপারেটিং সিস্টেমে কোনও সমস্যা হলে ইন্টারনেটের গতি কমে যায়। তাই ফোন অফ করে অন করলে স্পিড ঠিক হয়ে যায়।
ফোন থেকে সিম কার্ড খুলে মাঝে মাঝে মুছে নিন। এতে ময়লা জমলে ইন্টারনেটের স্পিড কমে যায়। তাই দুরন্ত গতির ইন্টারনেট স্পিড পেতে চাইলে সিম পরিষ্কার রাখুন।
এটার জন্য আপনাকে ফোনের সেটিংসে যান। সেখানে গিয়ে APN সেটিংসে যান। এবার দেখুন একটা রিস্টার্ট অপশন পাবেন। সেটা ক্লিক করুন।
আপনার যে ফোনে সিম লাগানো আছে সেটা খুলে নিয়ে অন্য ফোনে লাগান। যদি দেখেন সেখানে ভালো স্পিডের ইন্টারনেট পাচ্ছে তাহলে বুঝে নেবেন যে আপনার ফোনে সমস্যা আছে। ফোনকে দোকানে দেখাতে হবে।
কিন্তু একটা জিনিস মনে রাখবেন আজকাল অধিকাংশ মোবাইল নেটওয়ার্ক একটা নির্দিষ্ট ব্যান্ডের উপর নির্ভর করে চলে। সেই ব্যান্ডের নেটওয়ার্ক না থাকলে স্পিড কমে যায়। যদি ফোনে ক্যারিয়ার অ্যাগ্রিগেশন সাপোর্ট থাকে সেটার সাহায্যে একাধিক ব্যান্ডের নেটওয়ার্ক ফোনে পেয়ে যাবেন। এবং ফোনের স্পিড বেড়ে যাবে।