iBall নতুন Brace-XJ ট্যাবলেট লঞ্চ করেছে, দাম 19,999 টাকা

HIGHLIGHTS

IPS HD ডিসপ্লে যুক্ত 10.1 ইঞ্চির iBall ট্যাবলেটটি LED ফ্ল্যাশের সঙ্গে 8MP রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা যুক্ত হবে, এই ডিভাইসটির ব্যাটারি 7,800mAhয়ের

iBall নতুন Brace-XJ ট্যাবলেট লঞ্চ করেছে, দাম 19,999  টাকা

ঘরোয়া ইলেকট্রনিক্স কোম্পানি iBall একটি নতুন ট্যাবলেট Brace-XJলঞ্চ করেছে। কোম্পানি এটি 19, 999 দামে লঞ্চ করেছে। 10.1 ইঞ্চির এই ট্যাবলেটটি IPS HD ডিসপ্লে যুক্ত। এতে LED ফ্ল্যাশের সঙ্গে 8MP’র রেয়ার আর 5MP’র ফ্রন্ট ক্যামেরা আছে, এই ডিভাইসের ব্যাটারি 7,800mAhয়ের। আন্তর্জাতিক মহিলা দিবস উপলক্ষে ফ্লিপকার্ট নিয়ে এল কিছু অসাধারন অফার

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

iBall য়ের CEO আর ডিরেক্টার সন্দীপ পারসরামপুরিয়া বলেছেন, “নিজেদের উৎকৃষ্টতা বানিয়ে রাখার জন্য, আমরা Brace-XJ নিয়ে এসেছি, যার সব ফিচার ভাল বানানোর চেষ্টা করা হয়েছে”।

এই ডিভাইসটিতে 1.3GHz অক্টা-কোর প্রসেসার আর 3GB র‍্যাম যুক্ত। ডিভাইসে 32GB ইন্টারনাল স্টোরেজ আছে, যা 64GB অব্দি এক্সপেন্ড করা যেতে পারে। এই ট্যাবলেটটিতে অ্যান্ড্রয়েড 7.0 নৌগাট অপারেটিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ডিভাইসে মাইক্রো এইচডিএমআই (HDMI) পোর্ট যুক্ত, আর এটি সব প্রধান অনলাইন স্টোরে কিনতে পাওয়া যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo