প্রমোশনাল কল থেকে বিরক্ত হচ্ছেন? আপনার Airtel, Jio, Vi মোবাইল নম্বরে DND সার্ভিস চালু করবে কীভাবে

HIGHLIGHTS

এখন প্রত্যেকটি টেলিকম নেটওয়ার্ক প্রভাইডারকে DND সার্ভিস চালু করতে বাধ্য করেছে TRAI

টোল ফ্রি নাম্বারে এসএমএস পাঠিয়ে ইউজারেরা সমস্ত প্রমোশনাল কলকে একেবারে ব্লক করতে পারেন

1909 নাম্বারে ফোন করেও DND সার্ভিস চালু করা যায়

প্রমোশনাল কল থেকে বিরক্ত হচ্ছেন? আপনার Airtel, Jio, Vi মোবাইল নম্বরে DND সার্ভিস চালু করবে কীভাবে

বিভিন্ন টেলি মার্কেটারদের থেকে ঘন ঘন আসা স্প্যাম কল, যে কোনো ইউজারেরই বিরক্তির কারণ। বেশিরভাগ সময়েই গ্রাহকেরা এই ধরনের ঝামেলা থেকে মুক্তি পেতে ফোন নাম্বারগুলিকে ব্লক করে দেন। তবে বারবার বিভিন্ন নাম্বার থেকে স্প্যাম কল এলে প্রত্যেকটি নাম্বারকে ব্লক করা বেশ কষ্টের ব্যাপার। টেলিকম রেগুলেটরি অথোরিটি অফ ইন্ডিয়ার (TRAI) তরফে ভারতের প্রত্যেকটি টেলিকম নেটওয়ার্ক প্রভাইডারকে গ্রাহকদের জন্য DND সার্ভিস চালু করার বিষয়টিকে বাধ্যতামূলক করা হয়েছে। যার মানে হল “Do not Disturb Service” ব্যবহার করে যে কোনো ইউজার একেবারেই সমস্ত প্রোমোশনাল ফোনকলকে ব্লক করতে পারবেন।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

নিজের মোবাইল নাম্বারে কিভাবে DND সার্ভিস করবেন, তা যদি এখনো আপনার অজানা থাকে, তাহলে এক্ষুনি জেনে নিন-

আপনি নিজের ফোন নাম্বারে DND সার্ভিস চালু করতে পারেন দুটি উপায়ে। একটি হল এসএমএস পাঠানোর মাধ্যমে। অন্যটি হল ফোন কলের মাধ্যমে। তবে TRAI প্রত্যেকটি মোবাইল নেটওয়ার্ক প্রভাইডারের ক্ষেত্রে DND সার্ভিস চালু প্রসেসটিকে একইরকমের রেখেছে।

এসএমএসের মাধ্যমে সমস্ত প্রোমোশনাল ফোন কল ব্লক করতে হলে, সবার আগে যা লাগবে তা হল একটি অ্যাক্টিভ সিম কার্ড। মোবাইলের সিম কার্ডে যাতে SMS সার্ভিস চালু থাকে সেদিকেও নজর রাখতে হবে।

এসএমএসের সাহায্যে কিভাবে নিজের মোবাইল নাম্বারে DND সার্ভিস চালু করবেন-

1. প্রথমে মোবাইলে থাকা মেসেজিং অ্যাপকে ওপেন করুন।

2. তারপর রাইট মেসেজ অপশনে গিয়ে START 0 টাইপ করুন।

3. এরপর 1909 টোল ফ্রি নাম্বারে সেন্ড করুন।

ফোন কলের মাধ্যমে কিভাবে নিজের মোবাইল নাম্বারে DND সার্ভিস চালু করবেন-

1. সবার প্রথমে নিজের স্মার্টফোনের ডায়াল প্যাড ওপেন করুন।

2. এরপর 1909 নাম্বারে ফোন করুন।

3. ওপার থেকে ফোন রিসিভ হবার পর যা ইনস্ট্রাকশন দেওয়া হবে সেগুলিকে ফলো করলেই DND সার্ভিস আপনার মোবাইল নাম্বারে অ্যাক্টিভ হয়ে যাবে।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo