Happy Teachers Day 2025 wishes in Bengali: জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার গুরুকে জানানা শিক্ষক দিবসের শুভেচ্ছাবার্তা, WhatsApp, Facebook এ পাঠান সেরা মেসেজ

Updated on 04-Sep-2025

Happy Teachers Day 2025 wishes in Bengali: ভারতে প্রতি বছর 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস বা টিচার্স ডে পালিত হয়। এদিন মহান দার্শনিক, শিক্ষক ও ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণে (Dr. Sarvepalli Radhakrishnan) র জন্মদিন। তিনি বলেছিলেন— “আমার জন্মদিন পালনের চাইতে যদি এ দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়, তবে আমি সত্যিই সম্মানিত হব।” তাই টিচার্স ডে-এর মূল বিষয় হলো শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ। এই দিন ছাত্ররা তাদরে প্রিয় শিক্ষকদের জন্য বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। আপনি কার্ড, WhatsApp, Facebook বা সরাসরি শিক্ষকদের জানাতে পারেন

আরও পড়ুন: Samsung এর সবচেয়ে সস্তা ফ্ল্যাগশিপ Galaxy S25 FE ভারতে লঞ্চ, রয়েছে 4টি ক্যামেরা এবং 512GB স্টোরেজ সহ AI ফিচার, জানুন দাম কত

Happy Teachers Day 2025 wishes in Bengali: শিক্ষক দিবস ২০২৫ বা টিচার্স ডে শুভেচ্ছা

শুভ শিক্ষক দিবস! আপনি আমাদের জীবনের পথপ্রদর্শক।

যিনি জ্ঞান দিয়ে অন্ধকার দূর করেন, তিনি-ই প্রকৃত শিক্ষক। সেই সকল গুণীজনকে শিক্ষক দিবসের শ্রদ্ধা ও প্রণাম।

জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। শুভ শিক্ষক দিবস

শিক্ষক শুধু পাঠ দেন না, জীবনের মানে শেখান। সেই সকল শ্রদ্ধেয় শিক্ষককে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা।

আপনি শুধু পাঠ্যবইয়ের শিক্ষা দেননি, জীবনের পাঠ শিখিয়েছেন। আপনার প্রতি চিরকৃতজ্ঞ। শুভ শিক্ষক দিবস।

একজন ভালো শিক্ষক শুধু ছাত্র তৈরি করেন না, সমাজ গড়ে তোলেন। শিক্ষক দিবসে আপনাকে প্রণাম ও শ্রদ্ধা।

শিক্ষক শুধু জ্ঞানই দেন না, জীবনের সঠিক দিশা দেখান।

আমাদের জীবনে শিক্ষকদের অবদান ও ভূমিকার স্বীকৃতি দেওয়া।

শিক্ষক মানেই অনুপ্রেরণা, শিক্ষক মানেই আলোর দিশারি। শুভ শিক্ষক দিবস।

আপনাদের জন্যই শিক্ষা আমাদের জীবন আলোকিত করে। শুভ শিক্ষক দিবস।

গুরুই ধর্ম, গুরুই পরম পিতা। এই পৃথিবীর সঙ্গে লড়াই করার সঠিক শিক্ষা দেন যিনি, তিনি হলেন গুরু। আপনাকে শিক্ষক দিবসে প্রণাম জানাই!

আপনি শুধু শিক্ষক নন, আপনি আমাদের জীবন গড়ার কারিগর। শুভ শিক্ষক দিবস

শিক্ষক শুধু পাঠ দেন না, জীবনের মানে শেখান। সেই সকল শ্রদ্ধেয় শিক্ষককে শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা।

আজ আমি যা কিছু শিখেছি, তার পেছনে আপনার অবদান অমূল্য। শিক্ষক দিবসে আপনাকে জানাই শ্রদ্ধা ও প্রণাম।

তোমাদের মতো শিক্ষকরা জ্ঞানকে বোঝা নয়, উপহার করে তোলে। শিক্ষক দিবসের শুভেচ্ছা!

তোমাদের সমর্থন আমার শক্তি। আজ তোমাদের ভালোবাসা এবং কৃতজ্ঞতা কামনা করছি।

এই শিক্ষক দিবস যেন তোমাদের মনে করিয়ে দেয় যে তোমরা কত জীবনকে সুন্দরভাবে স্পর্শ করেছ।

তোমরা আমার ভয়কে আত্মবিশ্বাসে এবং সন্দেহকে স্পষ্টতায় পরিণত করেছ। ধন্যবাদ!

আপনি আমার কাছে শুধু একজন শিক্ষক নন, আপনি একটি অনুপ্রেরণা। আপনাকে শিক্ষক হিসেবে পেয়ে আমি ভাগ্যবান। হ্যাপি টিচার্স ডে

শিক্ষা জাগায় চেতনা শিক্ষা শেখায় যুক্তি, শিক্ষা আনে সহিষ্ণুতা শিক্ষার পথেই মুক্তি। শুভ শিক্ষক দিবস

আপনি অসাধারণ একজন শিক্ষক, যিনি আমাদের বুঝতে শিখিয়েছেন যে পড়াশোনাটা কতটা মজাদার হতে পারে। শুভ শিক্ষক দিবস

“গুরুব্রহ্মা গুরুবিষ্ণু, গুরুদেবো মহেশ্বরঃ গুরুরেব পরং ব্রহ্মম তস্মৈ শ্রীগুরবে নমঃ”। শুভ শিক্ষক দিবস

শুভ শিক্ষক দিবস। আপনারা শুধু শিক্ষা দান করেন না। সঙ্গে দেখান সঠিক পথ। সকল শিক্ষক- শিক্ষিকাকে জানাই শ্রদ্ধা।

Happy TEACHERS DAY 2024 WISHES in English

Happy TEACHER’S Day. You have armed me with the power of learning. You gave me hope to lead a better and more meaningful life. Happy World Teachers Day.

Teacher’s DayThe Way you teach… The Knowledge you share… The care you take… The Love you shower… Makes you… The world’s Best Teacher…

Wishing you a very Happy Teachers’ Day! You have made a wonderful difference in my life.

Happy Teacher’s Day.

THEY GUIDE US..THEY SUPPORT US..THEY INSPIRE US..THEY TEACH US..TODAY IS THE DAY TO THANK THEM ALL.

Thank you for making learning so much fun! You are the best teacher ever! Happy Teachers’ Day!

Wishing you a wonderful Teachers’ Day! Your lessons and kindness have left a lasting impression on me.

Happy Teachers’ Day! You have made learning a joyful experience, and I am grateful for all you have taught me.

Happy Teachers’ Day! You are a true inspiration, and I am grateful for all the knowledge you have shared.

Happy Teachers’ Day to a teacher who always goes the extra mile! Thank you for your hard work and dedication.

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :