রিপাবলিক ডে সেলের ঘোষণা করল Flipkart, এই দিন থেকে সস্তায় কেনা যাবে স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ সহ একগুচ্ছ প্রোডাক্ট

Updated on 08-Jan-2026

Flipkart তাদের বহু প্রতীক্ষিত Republic Day sale 2026 এর ঘোষণা করে দিয়েছে। ই-কমার্স ওয়েবসাইট ফ্লিপকার্টে বছরের প্রথম বড় সেল রিপাবলিক ডে সেল আগামী সপ্তাহ থেকে শুরু হবে। এই সেলটিতে নতুন লঞ্চ হওয়া স্মার্টফোন থেকে শুরু করে ল্যাপটপ, ট্যাবলেট এবং হোম অ্যাপ্লায়েন্সেস সবকিছুতেই দুর্দান্ত ডিল অফার করা হবে। কোম্পানি প্রজাতন্ত্র দিবস সেলের আর্লী অ্যাক্সেসের পাশাপাশি কিছু ডিলও প্রকাশ করেছে। ফ্লিপকার্ট প্লাস গ্রাহকরা 24 ঘন্টা আগে সেলের অ্যাক্সেস পাবেন।

কবে থেকে শুরু হবে Flipkart Republic Day sale 2026?

ফ্লিপকার্ট তাদের রিপাবলিক ডে সেল 2026 এর জন্য একটি মাইক্রোসাইটও চালু করেছে। ই-কমার্স ওয়েবসাইটের মাইক্রোসাইটে রিপাবলিক ডে সেলের সম্পূর্ণ বিবরণ পাওয়া যাবে। ফ্লিপকার্টের এই সেল 17 জানুয়ারী শুরু হবে। ফ্লিপকার্ট প্লাস সদস্যরা 16 জানুয়ারী থেকে সেলের আর্লী এক্সেস পাবেন। ফ্লিপকার্টে এই সেল 26 জানুয়ারী পর্যন্ত চলবে।

আরও পড়ুন: লেটেস্ট Snapdragon প্রসেসর সহ সস্তা POCO 5G স্মার্টফোন ভারতে লঞ্চ, রয়েছে 5520mAh সিলিকন ব্যাটারি

রিপাবলিক ডে সেলে কী অফার পাওয়া যাবে

ই-কমার্স ওয়েবসাইটের রিপাবলিক ডে সেল মাইক্রোসাইট অনুযায়ী, গ্রাহকরা স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, হোম অ্যাপ্লায়েন্স এবং আরও অনেক কিছু কেনার ক্ষেত্রে 10 শতাংশ ইনস্ট্যান্ট ছাড় এবং EMI অফার পাবেন। এই অফারটি HDFC ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পাওয়া যাবে। কিছু ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমেও এক্সক্লুসিভ অফার পাওয়া যাবে। এই সেলের সময় ফ্লিপকার্ট ব্ল্যাক সদস্যদের জন্য এক্সক্লুসিভ ডিলও দেওয়া হবে।

রিপাবলিক ডে সেলে 2026 স্মার্টফোন অফার

17 জানুয়ারী থেকে শুরু হওয়া ফ্লিপকার্টে প্রজাতন্ত্র দিবসের সেলে Redmi Note 15, Poco M8 5G এবং Oppo Reno 15 সিরিজের মতো নতুন লঞ্চ হওয়া ফোনে এক্সক্লুসিভ অফার দেওয়া হবে। Xiaomi, Motorola, Poco, Vivo এবং Google Pixel-এর মতো ব্র্যান্ডের স্মার্টফোন ডিসকাউন্ট প্রাইসে পাওয়া যাবে। iPhone 16-তেও বিশেষ অফার থাকতে পারে।

এছাড়া ফ্লিপকার্টের আসন্ন প্রজাতন্ত্র দিবসের সেলে, আপনি এসি, টিভি এবং রেফ্রিজারেটরের মতো হোম অ্যাপ্লায়েন্সগুলি উল্লেখযোগ্যভাবে কম দামে কিনতে পারবেন। এই সেলে আপনি গ্রীষ্মের মরশুম শুরু হওয়ার আগে দর কষাকষিতে একটি রেফ্রিজারেটর এবং এসি পেতে পারবেন।

আরও পড়ুন: সবচেয়ে পাতলা iPhone হল দেদার সস্তা, সোজা 20 হাজার টাকা কমল দাম

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :