গরমের শুরুতেই বেশ কিছু কুল অফার নিয়ে হাজির হল ফ্লিপকার্ট। আজকে তাদের এই স্পেশাল ডিস্কাউন্টের অফারে স্মার্টফোন সহ আইপ্যাড বা ট্যাবের সঙ্গে জায়গা করে নিয়েছে আইফোনও। আর আপনারা আজকে এই সব জিনিস গুলি এখানে বেশ ভাল কিছু অফারের সঙ্গে নিজের করতেই পারবনে। আর সঙ্গে আছে বিশেষ কিছু অফারও আর নো কস্ট মান্থলি ইন্সটলমেন্টের সুযোগও। তবে আসুন দেখা যাক যে আজকে কেমন অফার নিয়ে হাজির হয়েছে ফ্লিপকার্ট।
হনারের এই 3GB র্যাম আর 32GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত স্মার্টফোনটি আজকে সাফায়ার ব্লু কালারে এই ফ্লিপকার্ট সেলে কিনতে পাওয়া যাবে। আজকে এটি 9,999টাকায় কেনা যাবে। সাইটে এর আসল দাম 13,999 টাকা বলা হয়েছে। এটি মান্থলি নো কস্ট ইন্সটলমেন্টেও কেনা যাবে। এখান থেকে কিনুন।
এই রেডমির স্মার্টফোনটি আজকে 11,999টাকায় কেনা যাবে। এক্সচেঞ্জ অফারে এই ফোনটি কিনলে এটি 11,000টাকাতেও কেনা যেতে পারে। এর মান্থলি ইনস্টলমেন্ট শুরু হচ্ছে 582টাকা থেকে। এটি একটি 64GB ইন্টারনাল স্টোরেজ আর 4GB র্যামের স্মার্টফোন। এখান থেকে কিনুন।
আজকে এই অ্যাপে ল আইফোনটি 17,999টাকায় কেনা যাবে। এর আসল দাম অবশ্য সাইটে 26,000টাকা বলা হয়েছে। এটি এক্সচেঞ্জ অফারে 15,000টাকা পর্যন্ত দামে কেনা যেতে পারে। এটি একটি 32GB স্টোরেজ যুক্ত আইফোন। আর এর রেয়ার ক্যামেরা 12MPর আর ফ্রন্ট ক্যামের 1.2MP’র। এখান থেকে কিনুন।
এই গুগলের ফোনটি আজকে এই সেলের সুযোগে যদি কেনেন তবে এটি আজকে 54,999টাকায় কেনা যাবে। আর আসল দাম অবস্য 73,000টাকা। আর এটি যদি এক্সচেঞ্জ অফারে কেনেন তবে এটি আরও বেশি ডিস্কাউন্টের সঙ্গে কেনা যাবে। এর মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 1,880টাকা থেকে। এটি HDFC;র কার্ডের মাধ্যমে কিনলে আরও ডিস্কাউন্টের সঙ্গে কেনা যেতে পারে। এখান থেকে কিনুন।
এই মোটোরোলার 6GB র্যাম আর 64GB ইন্টারনাল স্টোরেজ যুক্ত ফোনটি আজকের এই সেলে 22,999টাকায় কেনা যেতে পারে। এর আসল দাম 24,999টাকা। এই ফোনটির মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 1,116 টাকা থেকে। এখান থেকে কিনুন।
আজকে এই 32GB’র অ্যাপেল আইপ্যাডটি 21,900টাকায় এই সেলে কেনা সম্ভব। এর আসল দাম 28,000টাকা। এর মান্থলি ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 1,062টাকা থেকে। এটি একটি 2GB র্যামের আইপ্যাড আর এটি 9.7 রেটিনা ডিসপ্লে যুক্ত। এখান থেকে কিনুন।
আজকে এই হনারের মিডিয়া প্যাডটি যা একটি 9.6ইঞ্চির মিডিয়াপ্যাড তা লুনিক্সিয়ার গোল্ড কালারে 13,990টাকায় কেনা যাবে। এর মান্থলি নো কস্ট ইন্সলমেন্ট শুরু হচ্ছে 679টাকা থেকে। এই 32GBর ডিভাইসটির স্টোরেজ মেমারি কার্ডের মাধ্যমে 128GB পর্যন্ত বাড়ানো যায়। এখান থেকে কিনুন।
লেনোভোর এই ডিভাইসটি আজকে 10,990টাকায় কেনা যাবে। এর আসল দাম এমনিতে 15,990টাকা। আর এর মান্থলি নো কস্ট ইন্সটলমেন্ট শুরু হচ্ছে 1,222টাকা থেকে। এই ট্যাবলেটটি একটি 8ইঞ্চির ওয়াইফাই এনেবেল্ড 4G ট্যাবলেট। এখান থেকে কিনুন।
নোটঃ সাইটে ডিভাইসের দাম আর অফারে কিছু পরিবর্তন দেখা যেতে পারে। সাইটের দামের এই পরিবর্তন সেই সাইটের ব্যাক্তিরাই করে থাকেন।