এই ডিভাইস গুলি কিনলে আপনি আপানার বেশ কিছু টাকা বাচাতে পারবেন
অনলাইন সাইটে বিভিন্ন প্রোডাক্টে প্রায়ই অনেক ডিক্সাউন্ট দেয়। আজ আমরা আপনাদের এখানে এমন কিছু ডিলের বিষয়ে বলব যাতে খুব ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। আজ আমরা অনলাইন শপিং ওয়েবসাইট ফ্লিপকার্টের কিছু সেরা ডিলে সন্ধান নিয়ে এসেছি।
Divine U8 Black Smartwatch (Black Strap Regular)
এই স্মার্টওয়াচটি আপনি মাত্র Rs 699 তে কিনতে পারবেন। ফ্লিপকার্টে এর সাল দাম Rs 4832 বলা হয়েছে। এর ওপর আজ 85% এর ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে।
Mini Gaffar Market S 10 Portable Bluetooth Speaker
এই ছোট স্পিকারটি আপনি মোবাইল আর ট্যাবলেটের মতন ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে পারবেন। এই এই ডিভাইসটির দাম এমনিতে Rs 1000 ফ্লিপকার্ট এর ওপর 71% এর ডিস্কাউন্ট দিচ্ছে, ডিস্কাউন্টের পরে এটি Rs 281 তে কিনতে পারবেন।
এই ফোনটির ওপর বেশ কিছু ভাল ডিস্কাউন্ট পাওয়া যাচ্ছে। এই ফোনটি ফ্লিপকার্টে আপনি Rs 9999 তে কিনতে পারেন। এতে 3GB র্যাম আর 32GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হেয়ছে।