ECS Liva Q মিনি- PC ইন্টেল অ্যাপেলো প্রসেসার আর 4GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল

HIGHLIGHTS

Liva Q মিনি PC’র দাম 15,500টাকা আর কোন OS ছাড়া এই ডিভাইসটির দাম 13,500 টাকা

ECS Liva Q মিনি- PC ইন্টেল অ্যাপেলো প্রসেসার আর 4GB র‍্যামের সঙ্গে লঞ্চ হল

ECS এলিট গ্রুপ কম্পিউটার সিস্টেম তাদের নতুন ডিভাইস Liva Q মিনি- PC লঞ্চ করেছে। এই পিসিটির বৈশিষ্ট্য এর সাইজ। Liva Q য়ের ডায়মেনশান 70mm x 70mm x 31.4mm, আর এর ওজন 260 গ্রাম। ফ্লিপকার্ট থেকে আজকে এই জিনিস গুলি ডিস্কাউন্টের সঙ্গে আপনার হতে পারে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

মিনি পিসি ইউন্ডোজ 10 হোম যুক্ত আর এর দাম শুরু হচ্ছে 15,500 টাকা থেকে। তবে কঞ্জিউমার কোন অপারেটিং সিস্টেম ছাড়া এই ডিভাইসটি 13,500 টাকায় কিনতে পারবেন।

Liva Q মিনি পিসি 4GB র‍্যামের সঙ্গে ইন্টেল অ্যাপেলো লেক প্রসেসার যুক্ত। এটি 32 GB স্টোরেজ যুক্ত, যা মাইক্রো এসডি কার্ড দিয়ে 128 GB অব্দি এক্সপেন্ড করা যায়। কোম্পানি দাবি করেছে যে Liva Q  4K   প্লেব্যাকও হ্যান্ডেল করতে পারে।

কানেক্টিভিটির ক্ষেত্রে RK45 LAN কানেক্টার 802.11 এসি আর ব্লুটুথ 4.1 ওয়ারলেস কানেকশান যুক্ত। এটি 2টি ইউএসবি পোর্ট আর একটি HDMI পোর্ট যুক্ত।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo