Apple Event 2021 ইভেন্ট আজ শুরু হতে চলেছে আর কিছু ঘন্টার মধ্যে। এই ইভেন্টে লঞ্চ করতে চলেছে নতুন আইফোন মডেল। আসতে চলেছে iPhone 13 সিরিজ ও সেইসঙ্গে লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে আরও অনেক নতুন ডিভাইসের। লঞ্চ হতে পারে Apple Watch Series 7 ও AirPods 3 ডিভাইস।
আপনি যদি Apple ব্র্যান্ডের ফ্যান হয়ে থাকেন, তবে দেখে নিন আজকের ইভেন্টে লঞ্চ করতে চলেছে কোন কোন নতুন ডিভাইস –
আজ Apple চারটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে – iPhone 13mini, iPhone 13, iPhone 13 Pro এবং iPhone 13 Pro Max। এই লাইনআপের স্মার্টফোনগুলির স্ক্রিন সাইজ 2020 সালের লাইনআপের মতনই হবে।
নতুন আইফোন সিরিজের স্পেশ্যাল ফিচারগুলির অন্যতম হতে পারে আরও উন্নত ক্যামেরা কোয়ালিটি। এছাড়া ডিজাইনের দিক থেকেও বদল ঘটতে পারে।
নতুন iPhone 13 Pro মডেল আসতে পারে iPad Pro ডিভাইসের মতনই 120Hz ‘ProMotion’ ডিসপ্লের সাথে।
নতুন iPhone 13 সিরিজের মোট 12টি মডেলেই থাকবে 5G কানেক্টিভিটি ফিচার।
নতুন iPhone 13 সিরিজের পাশাপাশি আজ লঞ্চ হতে পারে নতুন Apple ওয়াচ ও AirPods 3 ডিভাইস।
2018 সালের পর এই প্রথম Apple ওয়াচ নতুন ডিজাইন আনতে চলেছে Apple Watch Series 7-র মাধ্যমে। নতুন Apple Watch Series 7 আসবে 41mm ও 45mm সাইজ অপশনে। যা আগে পাওয়া যেত 40mm এবং 44mm সাইজ অপশনে।
অ্যাপেলের ইয়ারবাডে আসতে পারে নতুন আপডেট। নতুন AirPods 3 ডিভাইসের ডিজাইনে চেঞ্জ হতে পারে, আসতে পারে AirPods Pro ডিভাইসের লুক।
যতদূর জানা গিয়েছে যে অ্যাপেল নতুন আইফোন মডেলের রিলিজের সঙ্গে সঙ্গেই আনতে পারে iOS 15, iPadOS 15, watchOS 8 ও tvOS 15 সফটওয়্যার।