আল্কাটেল নতুন সস্তার ট্যাবলেট লঞ্চ করেছে

HIGHLIGHTS

এই ডিভাইসটিতে 1 GB র‍্যাম আর 16 GB’র ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে

আল্কাটেল নতুন সস্তার ট্যাবলেট লঞ্চ করেছে

স্মার্টফোন তৈরির কোম্পানি আল্কাটেল সোমবার তাদের নতুন ট্যাবলেট – ' A310 Wi Fi’ লঞ্চ করেছে, এর দাম 6,999 টাকা রাখা হয়েছে। এই ডিভাইসটিতে 10 ইঞ্চির HD IPS ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এই ডিভাইসটিতে 1.3 গিগাহার্জের কোয়াড-কোর প্রসেসার দেওয়া হয়েছে। এই ডিভাইসে 1 GB র‍্যাম আর 16 GB’র ইন্টারনাল স্টোরেজ আছে। এসে গেল আজকের ফ্লিপকার্টের সেরা কিছু স্মার্টফোন

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

আল্কাটেল ইন্ডিয়ার আঞ্চলিক ডিরেক্টার প্রবীন চাওলা এক জায়গায় বলেছেন যে, “এই ট্যবালেটটিতে অনেক ফিচার্সা ছে, যা এই দামের মধ্যে অসাধারন আর এটি এই ধরনের ট্যাবলেটের মধ্যে একদম আলাদা”।

এই ট্যাবলেটটিতে 4060 mAh এর ব্যাটারি দেওয়া হয়েছে  আর এই ট্যাবলেটটি ফ্লিপকার্টে কিনতে পাওয়া যাবে।

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo