ভারতে প্রথম আর বিশ্ব দ্বিতীয় টেস্ট টিউব বেবির স্রষ্টা ডঃ মুখোপাধ্যায়ের নামে স্ট্যাম্প প্রকাশ হল

HIGHLIGHTS

সুভাষ মুখপাধ্যায়ের নামে এই সময়ে এই অনুষ্ঠানে সুভাষ মুখোপাধ্যায়ের নামে একটি স্ট্যাম্প প্রকাশ হয়

ভারতে প্রথম আর বিশ্ব দ্বিতীয় টেস্ট টিউব বেবির স্রষ্টা ডঃ মুখোপাধ্যায়ের নামে স্ট্যাম্প প্রকাশ হল

‘আজকে বাংলা যা ভাবে কাল তা ভাবে সারা ভারত’ (Which Bengal thinks today, India thinks tomorrow) ।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

হ্যাঁ এক সময়ে এই কথা প্রায় সব ক্ষেত্রেই বাঙালি ও বাংলা সম্পর্কে অনেক ক্ষেত্রেই বলা হত। তবে অনেক সময়ে বাংলা নিজেও তার কৃতি সন্তানদের সঠিক সময়ে স্বীকৃতি দেয়নি। আর সম্প্রতি এরকমই এক ‘ভুল’ য়ের প্রায়শ্চিত্ত করল বাংলা তথা বাঙালি।

Paytm Deal of the Day: আপনারা যদি একটি ভাল ব্লুটুথ স্পিকার কিনতে চান তবে আজকে আপনাদের সামনে একটি ভাল সুযোগ এসেছে

এখন টেস্ট টিউব বেবি বা সরোগেসির কোনটাই আর অবাক করার মতন ঘটনা নয়। কিন্তু একটা সময় ছিল যখন ভারতের প্রথম টেস্ট টিউব বেবির সফল জন্মের পরেও তাঁর স্বীকৃতি পাননি ডাক্তার বা সেই টেস্টটিউব বেবি নিজেও। আর সুধু যে সে ভারতের প্রথম টেস্ট টিউব বেবি তাই নয় বিশ্বেও সে দ্বিতীয়। হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা কথা বলছি ডঃ সুভাষ মুখপাধ্যায় এবং সেই টেস্টটিউব কন্যার।

আমরা সবাই জানি যে প্রাপ্য স্বীকৃতি না পেয়ে শেষ পর্যন্ত প্রতিভাবান ডাক্তারকে বেছে নিতে হয় স্বেচ্ছামৃত্যুর পথ। আর সম্প্রতি গত সপ্তাহের শেষে ‘ইন্ডিয়ান সোসাইটি ফর অ্যাসিস্টেড রিপ্রোডাকশন’-এর ২৩তম জাতীয় সম্মেলনে আমন্ত্রিত ছিলেন সেই প্রথম টেস্ট টিউব বেবি কানুপ্রিয়া, অবশ্য জন্মের পরে ভারতের সংবাদ মাধ্যমের কাছে দুর্গা নামেই পরিচিত হয়েছিলেন তিনি।

প্রায় চল্লিশ বছর আগে সুভাষ মুখোপাধ্যায়ের হাতেই জন্ম হয় দেশের প্রথম টেস্ট টিউববেবি কানুপ্রিয়ার আর জন্মের সঙ্গে এই শহর কলকাতায়ই বড় হয়ে ওঠা তাঁর। আর সুভাষ মুখপাধ্যায়ের নামে এই সময়ে এই অনুষ্ঠানে সুভাষ মুখোপাধ্যায়ের নামে একটি স্ট্যাম্প প্রকাশ হয়।

চিকিৎসক মুখোপাধ্যায়ের মৃত্যুর পরে তাঁর ডায়রি থেকে জানা যায় অনেক তথ্য। আর কানুপ্রিয়ার জন্মের মাত্র দু’মাস আগে পৃথিবীতে জন্ম হয় প্রথম টেস্ট টিউব বেবি লুই জয় ব্রাউনের।

 স্ত্রীরোগ চিকিৎসক গৌতম খাস্তগীর জানিয়েছেন যে “ইংল্যান্ডের লুই জয় ব্রাউন বিশ্বের প্রথম টেস্ট টিউব বেবি। কানুপ্রিয়ার জন্মের প্রায় দু’মাস আগে তার জন্ম। অথচ লুইয়ের নয়, কানুপ্রিয়ার জন্ম পদ্ধতিই চল্লিশ বছর পরেও অনুসরণ করে চলেছি আমরা”।

আমাদের YouTubeয়ে সাবস্ক্রাইব করতে এখানে ক্লিক করুন

আমাদের Instagramয়ে ফলো করতে এখানে ক্লিক করুন

আর প্রায় চল্লিশ বছর পরে অবশেষে স্বীকৃত আর সম্মান দুই পেলেন ভারতের প্রথম টেস্ট টিউব বেবির স্রষ্টা। সুধু যদি সঠিক সময়ে তিনি তাঁর প্রাপ্য সম্মান টুকু পেতেন তবে হয়ত আজও থেকে জেতেন তিনি আর বিজ্ঞান পেত আরও কোন নতুন জিনিস। তবে দেরিতে হলেও অবশেষে পাপস্খলন হল আপামর দেশবাসী আর বিজ্ঞানের। 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo