শিশু থেকে বয়স্ক প্রতিটি মানুষের কাছে আধার কার্ড রয়েছে। সরকারী কাজ থেকে শুরু করে প্রায় জায়গায় Aadhaar Card প্রয়োজন হয়। আধার কার্ড শুধুমাত্র ডকুমেন্ট নয়, বরং দেশের প্রতিটি মানুষের পরিচয়পত্র। সাধারণত আধার কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে গ্রাহকদের UIDAI এর দীর্ঘ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হত, কিন্তু এখন তাদের তা করতে হবে না।
ইউজাররা এখন হোয়াটসঅ্যাপের মাধ্যমে তাদের আধার কার্ড ডাউনলোড করতে পারবেন। আসুন দেরি না করে প্রক্রিয়াটি জেনে নেওয়া যাক:
আরও পড়ুন: উৎসবের মরশুমে BSNL 4G লঞ্চের ঘোষণা, ভারতে এই দিন শুরু হবে পরিষেবা
WhatsApp এর মাধ্যমে কীভাবে Aadhaar Card ডাউনলোড করবেন? স্টেপ ১ – প্রথমে, আপনাকে 91-9013151515 নম্বরটি আপনার ফোনে My Gov Helpdesk হিসাবে সেভ করতে হবে।
স্টেপ ২০- এবার এই নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমে Hi বা নমস্কার লিখে পাঠান।
স্টেপ ৩- এর পর আপনি Digi Locker এর বিকল্প বেছে নিন।
স্টেপ ৪- এবার ডিজি লকর অ্যাকাউন্ট নিশ্চিত করুন, এবং যদি অ্যাকাউন্ট না থাকে তবে বানিয়ে নিন।
স্টেপ ৫- এর আপনাকে 12 নম্বরের আধার নম্বর দিতে হবে।
স্টেপ ৬- এখন মোবাইল নম্বরে আসা ওটিপি হোয়াটসঅ্যাপ চ্যাটে পাঠান।
স্টেপ ৭- ওটিপি ভেরিফাই হওয়ার পর আপনার সামনে ডিজি লকরে থাকা ডকুমেন্টের তালিকা প্রকাশ হবে। এতে আধার কার্ড বেছে নিন।
স্টেপ ৮- এর পর আপনার হোয়াটসঅ্যাপে আধার কার্ড পিডিএফ ফর্ম পাওয়া যাবে।
কতবার আপনার আধার তথ্য আপডেট করতে পারবেন আপনি? UIDAI-এর নিয়ম অনুযায়ী, আপনার আধার কার্ডে দেওয়া তথ্য পরিবর্তনের জন্য বিভিন্ন সীমা নির্ধারণ করা হয়েছে। যেমন,
আপনার আধার কার্ডে নাম দুইবার পরিবর্তন করা যেতে পারে।
ঠিকানা – আপনার আধার কার্ডে ঠিকানা একাধিকবার পরিবর্তন করা যেতে পারে। এর অর্থ হল এর কোনও সীমা নেই।
জন্ম তারিখ – আপনার আধার কার্ডে তালিকাভুক্ত জন্ম তারিখ শুধুমাত্র একবার পরিবর্তন করা যেতে পারে।
মোবাইল নম্বর – আপনার আধার কার্ডে থাকা মোবাইল নম্বর যতবারই পরিবর্তন করা যেতে পারে।
আপনি UIDAI ওয়েবসাইটে এই সমস্ত বিবরণ পরিবর্তন করতে পারেন।
আরও পড়ুন: Jio Vs Airtel: 250 টাকা কম দামের রিচার্জ প্ল্যানে কে দিচ্ছে বেশি সুবিধা, একটি প্ল্যানে পাওয়া যাবে 1.5 জিবি ডেটা প্রতিদিন
Latest Article
Realme Narzo 80 Lite 4G gets massive price drop on amazon
6300mAh ব্যাটারি সহ Realme এর সস্তা স্মার্টফোন মাত্র 6000 টাকার খরচে কেনার সুযোগ
Nothing Phone 3a Lite now available for sale in India Price specs features
50MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি সহ নতুন Nothing 5G স্মার্টফোনের সেল শুরু, 6 বছর পর্যন্ত থাকবে নতুন
Cloudflare down again today massive outage face Netizens flood X with complaints
Cloudflare Down again: ক্লাউডফ্লেয়ার হল আবার ডাউন, গ্রাহকরা হচ্ছে সমস্যার সম্মুখীন
Jio Rs 189 recharge Plan with unlimited calls Data for 28 days vs Airtel
Jio এর 28 দিনের সববচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, 200 টাকার কম খরচে আনলিমিটেড কলিং, ডেটা সহ একগুচ্ছ সুবিধা
Redmi 15C 5G vs Realme C85 5G compare India Price chipset Camera Battery specs details
Redmi 15C 5G vs Realme C85 5G: বাজেট স্মার্টফোনে রেডমি নাকি রিয়েলমি, কোন স্মার্টফোন হবে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা, ব্যাটারিতে সেরা
Motorola Edge 70 reportedly launch in India on December 15 with Thin Design
পেন্সিল থেকেও কম পাতলা, গ্লাস ডিজাইন সহ আসছে Motorola এর নতুন স্মার্টফোন, প্রকাশ্যে এল টিজার
BSNL 251 recharge plan offer 100GB data and Unlimited calls
BSNL এর 100GB ডেটা সহ সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, পুরো মাস আনলিমিটেড কলিং এবং SMS
Jio cheapest broadband annual plan offer extra validity unlimited internet Amazon Netflix subscription
Jio এর 370 দিনের ভ্যালিডিটি সহ রিচার্জ প্ল্যান, আনলিমিটেড ইন্টারনেট, কলিং সহ Netflix, Amazon এর সাবস্ক্রিপশন
Realme P4x 5G with 7000mAh Battery Launched in India Price Features specs
7000mAh ব্যাটারি, VC কুলিং সহ সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করল Realme, জানুন দাম এবং ফিচার
iQOO Neo 10R 5G get price discount with bank offer and Exchange on Amazon
6000mAh ব্যাটারি এবং 50MP ক্যামেরা সহ নতুন iQOO ফোনের দুর্দান্ত ছাড়, দেখে নিন ডিল