Xiaomi Mi হেডফোন আর Mi হেডফোনের বেসিক ভারতে লচন হল, দাম শুরু হচ্ছে 399 টাকা থেকে

HIGHLIGHTS

দুটি ইয়ারফোন সাওমির অনলাইন স্টোর Mi.com য়ে কিনতে পাওয়া যাচ্ছে

Xiaomi  Mi হেডফোন আর Mi হেডফোনের বেসিক ভারতে লচন হল, দাম শুরু হচ্ছে 399 টাকা থেকে

ভারতে নিজেদের সব দিক দিয়ে ভাল জায়গায় রাখার জন্য চিনের স্মার্টফোন তৈরির কোম্পানি সাওমি ইয়ারফোনের নতুন দুটি মডেল ভারতে লঞ্চ করেছে। সাওমি Mi হেডফোন লঞ্চ করেছে। যার দাম 699 টাকা। এই ইয়ারফোনটি ব্ল্যাক আর সিলভার কালার অপশানে পাওয়া যাচ্ছে। আজকে এই স্মার্টফোন গুলি পেটিএমমল থেকে ক্যাশব্যাক অফারে কিনতে পাওয়া যাচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

সাওমি Mi ইয়ারফোনের বেসিক নামে অন্য ইয়ারফোন লঞ্চ করেছে, যার দাম 399 টাকা। এই ইয়ারফোনটি ব্ল্যাক আর রেড কালার অপশানে পাওয়া যাচ্ছে। নতুন দুটি ইয়ারফোন লঞ্চ করা ছাড়া সাওমি Mi ইন-ইয়ার হেডফোনের বেসিক দামও কমিয়েছে। এই ইয়ারফোনটি 499 টাকার বদলে এবার 399 টাকায় পাওয়া যাবে।

সাওমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যে খবর দিয়েছে তা অনুসারে Mi হেডফোন্স এক্রতি ওয়ার্ড রিমোটের সুবিধা দেয়, যা কলের উত্তর দেওয়ার জন্য আর ভলিউম কন্ট্রোল করতে সক্ষম। আর এটির ওজন 14  গ্রাম যা তিনটি আলাদা আলাদা XS, S আর L সাইজের ইয়ার টিপ্সের সঙ্গে আসে। Mi ইয়ার ফোনে কেবেল আছে, যা ট্যাঙ্গেল-ফ্রি বলে দাবি করা হয়েছে। আজকে ডিএসএলআর ক্যামেরা সহ আরও বেশ কিছু জিনিসের ওপর ফ্লিপকার্ট ভাল ডিস্কাউন্ট দিচ্ছে

আর Mi বেসিক লাল রঙের অপশানের সঙ্গে বিশেষ ভাবে ভারতের জন্য ডিজাইন করা হয়েছে। Mi ইয়ারফোন বেসিক আলট্রা লো বেস অফার করে। মাইক আর ভলিউম নিয়ন্ত্রন ছাড়া এই ইয়ারফোনের ওয়ার্ড রিমোটও গ্রাহকদের মিউজিক প্লে করা বা স্টপ করার অনুমতি দেয়। Mi ইয়ারফোন বেসিক মডেলে ট্যাঙ্গেল-ফ্রি কেবেলের সুবিধা যুক্ত নয়।

Via

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo