আজকের এই হেডফোনের তালিকায় আইবল বা ইন্টেক্সের মতন ব্র্যান্ডও আছে
এই সময়ে আমরা সবাই ফোন বা নিজেদের সিস্টেমের জন্য হেডফোন বা ইন ইয়ার হেডফোনের সন্ধান করি। কারন তাতে আমাদের কথা বলা, গান শোনা বা কাজ করা অনেক সহজ হয়। আর আজকে তাই এই ধরনের বেশ কিছু হেডফোনের ওপরে পেটিএমমল ডিস্কাউন্ট দিচ্ছে। আর এতে আছে ইন্টেক্স আর আইবলের মতন ব্র্যান্ডও। আসুন তবে দেখা যাক যে আজকে কোন হেডফোনের ওপরে পেটিএমমল কেমন ডিস্কাউন্ট দিচ্ছে।
আজকে এই হেডফোনটি পেটিএমমলে ONCEAMONTH কুপনের মাধ্যমে কিনলে 599টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 849টাকা বলা হয়েছে। এটি আজকে ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে। এটি 102dB সেনসিভিটি যুক্ত এখান থেকে কিনুন।
আজকে এই সুন্দর আর আকর্ষণীয় ওভার দ্যা ইয়ার হেডসেটটি পেটিএমমলে ONCEAMONTH কুপ নের মাধ্যমে কিনলে 899টাকায় কেনা যাবে। আরসাইটে এর আসল দাম বলা হয়েছে 1,999টাকা। এটি মিল্ট ইন মাইক্রোফোন ক্যাটাগরির। আর এটি ব্ল্যাক কালারে কেনা যাবে। এখান থেকে কিনুন।
ইন্টেক্সের এই ব্লুটুথ হেডফোনটি আজকে পেটিএমমলে ONCEAMONTH কুপনের মাধ্যমে কিনলে 999টাকায় কেনা যাবে। এর আসল দাম সাইটে 1,600টাকা বলা হয়েছে। এটি আজকে ব্ল্যাক কালার অপশানে কেনা যাবে। এটি কলিং সুবিধা যুক্ত আর এতে একটি LED ডিসপ্লে আছে। এখান থেকে কিনুন।
আজকে এই ব্র্যান্ডেড হেডফোনটি পেটিএমমলে SOUND15 কুপনের মাধ্যমে কিনলে 1,317টাকায় কেনা যাবে। এর আসল দাম সাইটে 2,990টাকা বলা হয়েছে। এটি আজকে লাল আর কালো রঙের কালার কম্বিনেশানে কেনা যাবে।এটি 40mm ড্রাইভের হেদফোন আর এটি HD কোয়ালিটির সাউন্ড দেয়। এখান থেকে কিনুন।
আইবলের এই গ্লিন্ট হেডসেটটি আজকে মাইকের সমগে ONCEAMONTH কুপনের মাধ্যমে কিনলে পেটিএমমলে 1,095টাকায় কেনা যাবে। আর এর আসল দাম সাইটে 1,595টাকা বলা হয়েছে। এটি আজকে ব্ল্যাক কালারে কেনা যাবে। এর ফ্রিকুয়েন্সি 20Hz-20Khz। এখান থেকে কিনুন।