HIGHLIGHTS
এই স্টেপ গুলি ফলো করে আপনি আপনার প্রাইভেসি শর্টকার্টের মাধ্যমে ফেসবুকের প্রাইভেসি সেটিংস বদলাতে পারবেন
ইন্টারনেটে কোন সোশাল মিডিয়া সাইট ব্যবহার করার সময় সব থেকে দরকারি জিনিস হল এর প্রাইভেসি। ইউজাররা প্রাইভেসি রাখতে চায়। ফেসবুক ইউজার্সদের এমন প্রাইভেসি সেটিংস দিয়েছে যাতে ইউজার্সরা নিজেদের অ্যাকাউন্ট একদম প্রাইভেট রাখতে পারে। এগুলি হল অ্যামাজনের সব থেকে বেশি বিক্রিত স্মার্টফোন
Surveyআমরা এই আর্টিকেলে ফেসবুক প্রাইভেসি শর্টকার্টের বিষয়ে বলব। প্রাইভেসি সর্টকার্টে কিছু প্রধান সেটিংস আছে যা তে আপনি দেখতে পারবেন যে কে আপনার পোস্ট দেখছে, বা কে আপনার ফেন্ড রিকুয়েস্ট পাঠাতে পারবে ইত্যাদি। এই স্টেপ গুলি ফলো করে আপনি প্রাইভেসি সর্টকার্টের মাধ্যমে নিজের ফেসবুক প্রাইভেসি সেটিংস বদলাতে পারবেন।