সম্প্রতি ফেসবুক মালিকানাধীন সংস্থা WhatsApp, তার ব্যবহারকারীদের জন্য এনেছে একাধিক নতুন ফিচার। মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের লেটেস্ট আপডেটে যুক্ত হয়েছে ‘View Once’, ‘Joinable Calls’ একাধিক ফিচার। এই সমস্ত স্মার্ট ফিচারগুলি Android এবং iOS ইউজার সকলের জন্যই উপযুক্ত। এক নজরে দেখে নেওয়া যাক, নতুন এই হোয়াটসঅ্যাপ ফিচারগুলি কী কী-
নতুন এই ‘View Once’ ফিচারে কোনো ফটো, ভিডিও পাঠালে, তা একবার দেখলেই ডিলিট হয়ে যাবে। চ্যাটবক্সে পড়ে থাকবে না দীর্ঘদিন। এই ফিচার ব্যবহার করতে আপনাকে নিজের ফোনের গ্যালারি থেকে কোনো ফটো সিলেক্ট করতে হবে। এরপর ‘Add caption’ অপশনের পাশে একটি ‘clock’ আইকন আসবে। সেখানে ক্লিক করলে একটি মেসেজ ফুটে উঠবে ‘Photo set to View Once’। সেখানে ক্লিক করলেই View Once ফিচারটি চালু হবে।
‘Joinable Calls’ ফিচারে কোনো হোয়াটসঅ্যাপ কল চলাকালীন জয়েন করতে পারবেন ব্যবহারকারী। যেমন গুগল মিট বা জুম কলে মিটিং চলাকালীন যে কোনো সময়ে জয়েন করা যায়। যদি আপনি কোনো ব্যাক্তিকে জয়েন করাতে চান, তবে আপনাকে মিটিং রিস্টার্ট করতে হবে।
অনেক ios ইউজারই অ্যান্ড্রয়েড ডিভাইসে শিফট করে যান। সেক্ষেত্রে ios ডিভাইস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে চ্যাট ট্রান্সফার করতে হয়। এর ফলে অনেকসময়েই চ্যাট ট্রান্সফার সংক্রান্ত সমস্যা দেখা দেয়। নতুন এই হোয়াটসঅ্যাপ ফিচারে খুব সহজেই ios ডিভাইস থেকে অ্যান্ড্রয়েড ডিভাইসে চ্যাট ট্রান্সফার করা সম্ভব হবে।
নতুন এই ফিচারে ডিভাইসে ডেটা ট্রান্সফারের অপশন শো করবে। এরপর ডেটা রিস্টোর অপশনে ক্লিক করলে একটি QR কোড আসবে। QR স্ক্যান করার পর স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। এরপর আরেকটি ডিভাইসের সেটিংসে গিয়ে সিলেক্ট চ্যাটস অপশনে ক্লিক করতে হবে। এরপর মুভ চ্যাটস অপশনে ক্লিক করলেই চ্যাট ট্রান্সফার হতে শুরু করবে।