এই ৪৯ স্মার্টফোনে বন্ধ হল হোয়াটসঅ্যাপ! আপনার ফোনও কি রয়েছে এই লিস্টে

Updated on 03-Jan-2023
HIGHLIGHTS

1 জানুয়ারী, 2023 থেকে কিছু স্মার্টফোনে Whatsapp সাপোর্ট করবে না

বিভিন্ন ব্র্যান্ডের মোট 47টি স্মার্টফোন রয়েছে যেগুলি 31 ডিসেম্বর, 2022-এর পরে WhatsApp অ্যাক্সেস করতে পারবে না

এই তালিকায় রয়েছে LG এবং Samsung এর স্মার্টফোন

WhatsApp stops working for 49 smartphones: হোয়াটসঅ্যাপ তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল যে 1 জানুয়ারী, 2023 থেকে কিছু স্মার্টফোনে এই অ্যাপ সাপোর্ট করবে না। ফোনের লিস্টে রয়েছে অ্যাপল, স্যামসাং সহ অনেক কোম্পানির স্মার্টফোনের নাম। এই লিস্টে 40 এরও বেশি স্মার্টফোন রয়েছে যা অপারেটিং সিস্টেমে চলে এবং সেগুলি লেটেস্ট টেকনোলোজিতে পুরনো হয়ে গিয়েছে।

মেটা (Meta) দ্বারা অনুমোদিত হোয়াটসঅ্যাপ (Whatsapp) এই বছর শেষ হওয়ার সাথে সাথেই অর্থাৎ 1 জানুয়ারী, 2023 থেকে অনেক স্মার্টফোনে চলা বন্ধ হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ সাপোর্ট বন্ধ হওয়া এমন মোবাইল ফোনের তালিকা কোম্পানির তরফে শেয়ার করা হয়েছে। বিভিন্ন ব্র্যান্ডের মোট 47টি স্মার্টফোন রয়েছে যেগুলি 31 ডিসেম্বর, 2022-এর পরে WhatsApp অ্যাক্সেস করতে পারবে না। এই তালিকায় এমন অনেক মোবাইল রয়েছে যা ভারতীয় বাজারে পাওয়া যায় না তবে এমন কিছু স্মার্টফোন রয়েছে যা ভারতে অনেক জনপ্রিয়।

এই মোবাইল ফোনে WhatsApp আর কাজ করবে না:

Apple Phone:

Apple iPhone 5
Apple iPhone 5c

Samsung Smartphones:

Samsung Galaxy Ace 2
Samsung Galaxy Core
Samsung Galaxy S2
Samsung Galaxy S3 mini
Samsung Galaxy Trend II
Samsung Galaxy Trend Lite
Samsung Galaxy Xcover 2

LG Phones:

LG Enact
LG Lucid 2
LG Optimus 4X HD
LG Optimus F3
LG Optimus F3Q
LG Optimus F5
LG Optimus F6
LG Optimus F7
LG Optimus L2 II
LG Optimus L3 II
LG Optimus L3 II Dual
LG Optimus L4 II
LG Optimus L4 II Dual
LG Optimus L5
LG Optimus L5 Dual
LG Optimus L5 II
LG Optimus L7
LG Optimus L7 II
LG Optimus L7 II Dual
LG Optimus Nitro HD

Huawei phones:

Huawei Ascend D
Huawei Ascend D1
Huawei Ascend D2
Huawei Ascend G740
Huawei Ascend Mate
Huawei Ascend P1

HTC Phones:

HTC Desire 500

Sony Phones:

Sony Xperia Arc S
Sony Xperia miro
Sony Xperia Neo L

এছাড়াও কিছু ব্র্যান্ড রয়েছে

Quad XL
Lenovo A820
Memo ZTE V956
Archos 53 Platinum
ZTE Grand S Flex
ZTE Grand X Quad V987
Wiko Cink Five
Wiko Darknight ZT

খবরে দেওয়া এই লিস্টে সেই সমস্ত মোবাইল ফোন রয়েছে, য়েগুলি নতুন বছরে Whatsapp সাপোর্ট পাবেন না। এই তালিকায় রয়েছে LG এবং Samsung এর স্মার্টফোন। এছাড়া, এতে এমন কিছু স্মার্টফোনও রয়েছে যা ভারতে পাওয়া যায় না। কিন্তু এই তালিকায় যদি এমন কোনও ডিভাইস থাকে যা আপনি বা আপনার বাড়ির কেউ ব্যবহার করছেন, তাহলে হোয়াটসঅ্যাপ সাপোর্ট শেষ হতে চলেছে।

বলে দি যে আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চান তবে আপনাকে আপনার ফোন আপডেট করতে হবে। এটা না করলে বা কোনও আপডেট না করলে আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন না।

Disclaimer: Digit, like all other media houses, gives you links to online stores which contain embedded affiliate information, which allows us to get a tiny percentage of your purchase back from the online store. We urge all our readers to use our Buy button links to make their purchases as a way of supporting our work. If you are a user who already does this, thank you for supporting and keeping unbiased technology journalism alive in India.
Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :