হোয়াটসঅ্যাপ ইউজার্সদের জন্য নতুন ফিচার নিয়ে এল

হোয়াটসঅ্যাপ ইউজার্সদের জন্য নতুন ফিচার নিয়ে এল
HIGHLIGHTS

এই সময়ে iPhone ইউজার্সরা Siri র মাধ্যমে আলাদা আলাদা কনট্যাক্টসের সঙ্গে চ্যাট করতে পারবেন

জনপ্রিয় ম্যাসেঞ্জিং অ্যাপ হোয়াটসঅ্যাপ এবার iOS ইউজার্সদের জন্য একটি নতুন ফিচার নিয়ে এসেছে, এর মাধ্যমে ইউজার্সরা Siri র মাধ্যমে ভয়েস অ্যাসিস্টেন্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ করতে পারবেন। বর্তমানে iPhone ইউজার্সরা Siri র মাধ্যমে আলাদা আলাদা কন্ট্যাক্টসের সঙ্গে চ্যাট করতে পারেন।

নতুন আপডেটে Siri অ্যাক্টিভেট করার পরে কমান্ড দিতে হবে, “সেন্ড অ্যা মেসেজ টু হোয়াটসঅ্যাপ গ্রুপ (গ্রুপের নাম)” আর যদি একই নামে একাধিক গ্রুপ থাকতে তবে Siri একটি লিস্ট নিয়ে আসবে আর এর মধ্যে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা যাবে যে গ্রুপে আপনারা মেসেজ পাঠাতে চান আর তা এখান থেকে আপনারা বেছে নিতে পারবেন। গ্রুপ বাছার পরে মেসেজ ডিটেক্ট করে এর পরে Siri মেসেজ পাঠানোর আগে কনফার্ম করবে।

এই নতুন আপডেট iOS য়ের অ্যাপে স্টোরে পাওয়া যাবে। আর এই আপডেটের ভার্সান 2.18.80। আর এই আপডেটে অন্য কোন ফিচার্স পাওয়া যাবে না। কিন্তু এর সাইজ বেশ বড়, এর সাইজ হল- 110.8MB।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo