এমন ৫টি অসাধারন অ্যাপ যা আপনার একবার ব্যবহার করা উচিত

HIGHLIGHTS

এই অ্যাপ গুলিতে লঞ্চার থেকে শুরু করে গেমও এছাড়া আরও অনেক ধরনের অ্যাপ আছে

এমন ৫টি অসাধারন অ্যাপ যা আপনার একবার ব্যবহার করা উচিত

আমরা আবার আপনাদের জন্য কিছু অসাধারন অ্যাপের খবর নিয়ে এসেছি, যা আপনাদের ভাল লাগবে। এই অ্যাপ গুলিতে লঞ্চার থেকে শুরু করে গেমও এছাড়া আরও অনেক ধরনের অ্যাপ আছে। এই ব্লুটুথ স্পিকার গুলির ওপর অ্যামাজন ডিস্কাউন্ট দিচ্ছে

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

ফ্লিক লঞ্চার

এই ভার্সান্টি এখনও পাব্লিশ হয়নি, আর তাই এটি খুব ভাল করে চলবেনা। গুগল পিক্সাল লঞ্চারের থেকে অনুপ্রেরিত হয়ে পিক্সাল ইন্টারফেস প্লেসিং ট্রান্সপর্ট আইকন এই অ্যাপের নীচে দেওয়া হয়েছে। আর এর ফলে এটি উপরের দিকে ড্র্যাগও করা যায়। এই আইকনটি নীচের দিকে প্রেস করে কিছুক্ষণ ধরে থাকলে এটি টিপিক্যাল অ্যান্ড্রয়েড ওরিওর মতন বিহেভ করে আর এবার লেটেস্ট অ্যান্ড্রয়েড ওরিও সফটোয়্যারেই এই লঞ্চারটি আছে আর তাই এখন আর কোন লঞ্চারের দরকার নেই।

  • অ্যাপটির ভার্সান 0.3.0
  • অ্যাপটির সাইজঃ 9.45 MB
  • এই অ্যাপটির কম্পিটেব্যালঃ অ্যান্ড্রয়েড 5.0 বা এর বেশি ভার্সান
  • ইকনমিক মডেলঃ ফ্রি

লেন্স ডিস্ট্ররিটেশান

এই অ্যাপটিও এখনও রিলিজ করেনি। এটি একটি ফটো এডিটিং অ্যাপ আর এটি আপনার ছবির ডিটেল রিয়েলেস্টিক টাচ ইম্প্রুভ করে। এটি আপনার ডিফ্লট বোর্ড ফ্লিটারের এক ঘেয়েমি থেকে আপনাকে মুক্তি দেবে। আর এতে আপনি অনেক ভাল এফেক্টও পাবেন। আপনি এই অ্যাপে ন্যাচারাল এফেক্ট যেমন সানলাইট, গ্লাস, রেন, স্নো বা ফগের মতন এফেক্ট দিতে পারবেন।

  • অ্যাপটির ভার্সানঃ 3.0.3
  • অ্যাপটির সাইজঃ 103 MB
  • এই অ্যাপটির কম্পিটেব্যালঃ অ্যান্ড্রয়েড 4.1 বা তার বেশি
  • দামঃ ফ্রি

নিন্দাসঃ স্কাল ভ্যালি

এই অ্যাপটি এর মধ্যেই প্লে স্টোরে 200 গুলি রিভিউ আর 4.9 রেটিং পেয়েছে। আর এই রেটিং ও রিভিউ পেয়ে এই গেমটির শুরু জন্য খুবই ভাল। এটি একটি গেম অ্যাপ। এই গেমটি আপনি অফলাইনেও খেলতে পারবেন। এর গ্রাফিক্স আর অ্যানিমেশানও বেশ ভাল।

  • অ্যাপটির ভার্সানঃ  2  
  • সাইজঃ 69.12 MB
  • এই অ্যাপটির কম্পিটেব্যালঃ অ্যান্ড্রয়েড 4. 4 বা তার বেশি
  • দামঃ ফ্রি

পিয়ং চ্যাং ২০১৮ উইন্টার অলিম্পিক

এটি অলিম্পিকের লেটেস্ট সব খবর দেয়। এটি একটি অফিসিয়াল অ্যাপ ২০১৮ সালের উইন্টার অলিম্পিকের আর প্যারাঅলিম্পিকের জন্য। এটি পাঁচটি ভাষায় পাওয়া যায়- ইংরেজি, ফ্রেঞ্চ, কোরিয়ান, চিনা আর জাপানী। এতে নতুন রিয়াল টাইম, ড্রোন ফুটেজ আর ভেনাসের 3Dভিউ আর ইভেন্টের লাইভ আপডেট দেখা যায়।

  • অ্যাপটির ভার্সানঃ 2.0.0
  • সাইজঃ 66.75MB
  • এই অ্যাপটির কম্পিটেব্যালঃ অ্যান্ড্রয়েড 4. 4 বা তার বেশি
  • দামঃ ফ্রি

সুপাডুপা ফিঙ্গা

সুপাডুপা ফিঙ্গা এমন একটি খেলা যা হয়ত আপনার ভাল লাগবে। এই ধরনের গেম এর আগে স্মার্টফোনে ছিলনা(আসলে তা নয়, আপনি গেমের ডেস্ক্রিপশানে এটি দেখতে পারবেন আমাদের কাছে এটি বেশ মজার বলে মনে হয়েছে)। এই গেমটির এম হয়ত এটা দেখা যে আপনার কাছে কতক্ষণ সময় আছে। কারন এই খেলাটির বিজয়ী সেই হয় যার হাত সবথেকে বেশি সময় এই গেমটির ওপর থাকে।

  • ভার্সানঃ 1.3.0
  • সাইজঃ 19.19 MB
  • এই অ্যাপটির কম্পিটেব্যালঃ অ্যান্ড্রয়েড 4. 0.3 বা তার বেশি
  • দামঃ ফ্রি

সোর্সঃ 

Aparajita Maitra
Digit.in
Logo
Digit.in
Logo