YouTube য়ে T সিরিজের 100 মিলিয়ান সাবস্ক্রাইবার, ভাঙ্গল সব রেকর্ড

HIGHLIGHTS

T সিরিজ PewDiePie এক পেছনে ফেলে দিয়েছে

টুইটারের মাধ্যমে জানিয়েছে

2006 সালে চ্যানেলটি শুরু হয়েছিল

YouTube য়ে T সিরিজের 100 মিলিয়ান সাবস্ক্রাইবার, ভাঙ্গল সব রেকর্ড

বিশ্বের প্রথম ইউটিউব চ্যানেল হিসাবে T সিরিজ 100 মলিয়ান সাবস্ক্রাইবার ক্রস করেছে। মিউজিক লেভেল T সিরিজের করা প্রতিদ্বন্দ্বী আর বিখ্যাত ইউটিউব চ্যানেল PewDiePie য়ের থেকে এগিয়ে এবার এক নম্বরে T সিরিজ। গত মাসে T সিরিজ ফ্লেক্সি অ্যারাইভড Ulf Kjellberg চ্যানেল কে পেছনে ফেলে ছিল আর এবার ভিডিও শেয়ারিং ওয়েবসাইট হিসাবে সব থেকে বেশি সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেল হয়েছে। আর এবার 100 মিলিয়ান সাবস্ক্রাইবার যুক্ত চ্যানেল হিসাবে নতুন একটি রেকর্ড করেছে।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

T সিরিজ টুইটারের মাধ্যমে জানিয়েছে যে 100 মিলিয়ান সাবস্ক্রাইবারদের লক্ষ্যে তারা পৌঁছেছে।T সিরিজ ছাড়া YouTube ও টুইটারের মাধ্যমে কোম্পানি কে শুভেচ্ছা জানিয়েছে।

 

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo