HIGHLIGHTS
আমরা এই আর্টিকেলে কিছু স্টেপ বলব যা ফলো করে আপনারা এই ফিচারটি ব্যবহার করতে পারেন
যখন আমরা কোথাউ যাই তখন স্প্লিট ফিচারের মাধ্যমে যাত্রীদের মধ্যে ভাড়া ভাগ করা সম্ভব। আপনি যাকে ভাড়া ভাগ করার জন্য রিকুয়েস্ট পাঠাবেন তাঁকে সেই রিকুয়েস্ট অ্যাক্সেপ্ট করতে হবে। আর এর পরে দুজন যাত্রীর মধ্যে ভাড়া ভাগ করা সম্ভব হবে। যদি অন্য ব্যাক্তি এই রুকুয়েস্ট অ্যাক্সেপ্ট না করেন তবে দুজনের ভাড়া একজনকেই দিতে হবে। আজকে ফ্লিপকার্ট স্মার্টফোন, পাওয়ারব্যাঙ্ক, হেডফোন, মনিটার সহ বেশ কিছু জিনিসের ওপর ডিস্কাউন্ট দিচ্ছে
Surveyআপনি যদি সম্প্রতি এই অ্যাপটি ব্যবহার করে থাকেন আর এই ফিচারটির কথা না জানেন তবে এই স্টেপ গুলি ফলো করতে পারবেন। আমরা এই আর্টিকেলে কিছু স্টেপ বলব যা ফলো করে আপনারা এই ফিচারটি ব্যবহার করতে পারেন।