এই সময়ের প্রায় সব স্মার্টফোনই ডুয়াল সিম কার্ড সাপোর্ট করে, আর এর মানে এই যে একটা ফোন থেকেই দুটি ফোন নাম্বার ভালভাবে ব্যাবহার করা যায়। তবে অফিসিয়ালি আপনি দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যাবহার করতে পারবেন না। তবে Xiaomi, Samsung, Vivo, Oppo, Huawei বা Honor য়ের মতন কোম্পানি গুলি ‘ডুয়াল মোড’ ফিচার সাপোর্ট করে (এই ফিচারের আলাদা আলাদা ব্র্যান্ডের আলাদা আলাদা নাম আছে), আর এর মাধ্যমে ইউজার্সরা একই ফোন থেকে দুটি আলাদা অ্যাকাউন্ট চালাতে পারবেন।
আর এর মানে এই যে আপনাদের দুটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর জন্য দুটি আলাদা স্মার্টফোন ব্যাবহার করতে হবেনা।
সেটিংস> অ্যাডভান্স ফিচার> ডুয়াল ম্যানেজার
সেটিংস> ডুয়াল অ্যাপস
সেটিংস> ক্লোন অ্যাপস
সেটিংস> ক্লোন অ্যাপ
সেটিংস> টুইন অ্যাপস
সেটিংস> অ্যাপ টুইন
তবে এর সঙ্গে এমন কিছু ফোন আছে যা ডুয়াল অ্যাপ ফিচার সাপোর্ট করেনা, সেগুলি সধারনত স্টক অ্যান্ড্রয়েড ডিভাইস। আর এই জন্য অবশ্য প্যারালাল, ডুয়াল অ্যাপ ইউজার্ড, ডাবাল অ্যাপের মতন গুগল প্লে স্টোরে অনেক আলাদা অ্যাপ আছে। আর এখান থেক এর মধ্যে থেকে পছন্দ মতন অ্যাপ গুগল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করুন।