GOOGLE PAY ব্যাবহার করে পান ব্যাপক ক্যাশব্যাক

HIGHLIGHTS

Googel Pay ইউজার্সরা ক্যাশব্যাক পাবেন

পেমেন্ট আর মানি ট্রান্সাফারে কাজে আসে এই অ্যাপটি

GOOGLE PAY  ব্যাবহার করে পান ব্যাপক ক্যাশব্যাক

এই সময়ে ভারতে অনলাইন পেমেন্ট, বা মানি ট্র্যান্সফার করার জন্য বেশ কিছু অ্যাপ আছে যার মাধ্যমে মুহূর্তে টাকা ট্র্যান্সফার করা হয়। আর গুগল তাদের গুগল পে অ্যাপ ব্যাবহার করে ব্যাপক ক্যাশব্যাক দিতে চলেছে, যাতে গ্রাহকরা এই অ্যাপটি ব্যাবহার করতে আরও উৎসাহী হয়।

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

একটি রিপোর্ট অনুসারে গুগল পে ব্যাবহার করার প্রধানত ব্যাবসায়ী আর ইউজার্সদের মধ্যে টাকা লেন দেন করার যাবে আর গুগল পেমেন্ট পরিষেবার অন্তর্গত হবে এটি। আর সম্প্রতি কোম্পানি ভারতে বেশ কিছু ব্যাবসায়ীদের বোর্ডে আনার চেষ্টা করছে। আর এর আগে শুধু Google ইউজার্সদের একে অপরের কাছে টাকা পাঠানো হতে গুগল পে অ্যাকাউন্টের মাধ্যমে।

গুগলে স্পোকপার্সন বলেছেন যে ,”আমরা সব সময়ে পরবর্তী বিলিয়ান ইউজার্সদের জন্য ভাল পরিষেবা দিতে চাই, আর এই বিষয়ে জানানোর জন্য এখন আর বেশি কিছু বলার নেই”।

নোটঃ Digit Bangla এখন Telegram য়েও, সারা দিনের সেরা টেক খবর পেতে আমাদের সাবস্ক্রাইব করুন।

Digit Bangla
Digit.in
Logo
Digit.in
Logo