How to check your smartphone is real or fake which is buy online sale
উৎসবের মরসুমে চারিদিকে অনলাইন শপিং ওয়েবসাইটে চলছে সেল। সেল চলাকালীন কোম্পানিরা গ্রাহকদের দুর্দান্ত ডিল অফার করে। একাধিক Smartphone কোম্পানিরা 50 থেকে 70 শতাংশ পর্যন্ত ছাড় দেয়। তবে অনলাইনে ফোন তো কিনছেন কিন্তু সেটি আসল নাকি নকল, কিভাবে বুঝবেন।
অনেক সময় অনলাইন শপিং করার সময় গ্রাহকদের সাথে স্ক্যাম হতে থাকে। আপনিও যদি সেল চলাকালীন স্মার্টফোন কিনছেন তবে এটি সহজেই চেনা যেতে পারে।
আরও পড়ুন: 9000 টাকা সস্তায় বিক্রি হচ্ছে OnePlus 12 5G, সাথে বিনামূল্যে মিলবে Buds Pro 2 ইয়ারবড
স্মার্টফোন আসল নাকি নকল, এটি জানতে টেলিকম ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকে জানা যেতে পারে। এটির জন্য আপনাকে ceri.gov.in এর ওয়েবসাইটে যেতে হবে।
ফোনটি নকল নাকি আসল, সেটি একটি SMS দিয়েও জানা যেতে পারে। এটি জানতে আপনাকে 14422 নম্বরে KYM স্পেস দিয়ে IEMI নম্বর লিখে মেসেজ পাঠিয়ে দিন। এর পর আপনার মোবাইল IMEI is Valid লেখা মেসেজ যদি আসে তবে আপনার ফোন আসল।
আরও পড়ুন: ডুয়াল ডিসপ্লে সহ সবচেয়ে সস্তা স্মার্টফোন আনছে Lava, লুক ডিজাইনে প্রিমিয়াম ফোনকে দেবে টেক্কা