Independence Day 2025: 15 অগাস্ট ভারতীয় স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। এই স্বাধীনতা দিবসে, AI তৈরি ছবি এবং স্টিকার দিয়ে আপনার কাছের মানুষদের জানান শুভেচ্ছো। তৈরি করে নিন নিজের পছন্দের ছবি এবং ভিডিও। WhatsApp, Instagram এবং Facebook-এ দেওয়া Meta AI আপনাকে বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে নিন।
প্রথমে হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা ইনস্টাগ্রাম ওপেন করুন।
অ্যাপের উপরে সার্চ বারে “Ask Meta AI অথবা Search” লেখা আছে, তাতে ট্যাপ করুন অথবা Meta AI-এর সাথে আপনার বর্তমান চ্যাটটি খুলুন।
আরও পড়ুন: প্রথমবার 25 হাজার টাকার বেশি সস্তা হল 50MP OIS ক্যামেরা Samsung 5G স্মার্টফোন
প্রম্পট দিন (ভারতের ৭৯তম স্বাধীনতা দিবসের জন্য একটি ছবি তৈরি করুন অথবা ভারতের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তা লিখুন/ aCreate an image for India’s 79th Independence Day or Write a wish quote for India Independence Day)
এবার মেটা এআই আপনার প্রম্পট অনুযায়ী ছবি বা কোট তৈরি করে দেবে। আপনি চাইলে টেক্সট এর বদলে ছবি তৈরি করার প্রম্পটও দিতে পারেন।
যেমন কি
“লাল কিলায় উড়ছে ভারতীয় পতাকার একটি ছবি তৈরি করো / Generate an image of the Indian flag waving at Lal Qila.”
“হাওয়ায় উড়ছে ভারতীয় পতাকার একটি ছবি তৈরি করো/ Generate an image of the Indian flag waving in the air.”
“ভারতীয় পতাকা হাতে একদল বাইক চালানো মানুষদের একটি ছবি তৈরি করো/ Generate an image of a group of bikers with an Indian flag.”
“একটি স্টিকার তৈরি করো যাতে দেখা যায় একটি শিশু ভারতীয় পতাকা ওড়াচ্ছে/ Generate a sticker that shows a kid waving an Indian flag.”
“ভারতীয় পতাকা ধরে থাকা একটি শিশুর ছবি তৈরি করো/ Generate an image of a kid holding the Indian flag.”
“একটি পতাকার খুঁটির উপরে উড়ছে একটি ভারতীয় পতাকা দেখাও/ Show an Indian flag waving at the top of a flag post.”
AI-কে কমান্ড দেওয়ার জন্য আপনার প্রম্পটে বিস্তারিত হওয়া উচিত।
বিভিন্ন ফলাফল পেতে লাইনে পরিবর্তন করে এবং কীওয়ার্ড ব্যবহার করে পরীক্ষা করুন।
একবার আপনার অনন্য ছবি এবং স্টিকার তৈরি হয়ে গেলে, WhatsApp, Instagram এবং Facebook-এ আপনার পরিচিতিদের সাথে সহজেই শেয়ার করুন।
আরও পড়ুন: 7000mAh ব্যাটারি সহ Poco M7 Plus 5G ভারতে আজ হবে লঞ্চ, জানুন কত হবে দাম এবং স্পেসিফিকেশন