গেমটি ফ্রি টু প্লে হলেও বেশ কিছু ফিচার আনলক করার জন্য প্রয়োজন হয় টাকার।
প্রথমেই আপনাকে যেতে হবে Free Fire redemption ওয়েবসাইটে।
রিডিম কোডে নতুন আউট ফিট, গান স্কিন, ডায়মন্ড ব্যান্ডেল অথবা বিভিন্ন ক্যারেক্টর পাওয়া যেতে পারে।
জনপ্রিয় FPP ব্যাটেলগ্রাউন্ড গেম Garena Free Fire তাদের গেমারদের জন্য মাঝে মধ্যেই নতুন নতুন ফিচার, আউট-ফিট, গেম মোড ইত্যাদি নিয়ে আসে। এছাড়াও সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার গেমটি রোজ ফ্রি রিডিম কোড রিলিজ করে। যে কোড দিয়ে অসংখ্য ফিচার আনলক করা যায়। এইসমস্ত কোডে নতুন আউট ফিট, গান স্কিন, ডায়মন্ড ব্যান্ডেল অথবা বিভিন্ন ক্যারেক্টর পাওয়া যেতে পারে।
প্রতিদিনের এই রিলিজ করা কোডগুলির মধ্যে আকর্ষণীয় অফারগুলি সহ কোড আমরা আপনাদের জন্যে প্রায়শই নিয়ে আসি। আজ 3 February এর রিডিমকোডগুলিও আপনাদের জন্য এই আর্টিকেলে তুলে ধরা হল, যা থেকে আপনি পেয়ে যেতে পারেন আপনার প্রিয় ক্যারেক্টর, আউটফিট অথবা গান স্কিন। এছাড়াও পেতে পারেন ডায়মন্ড বান্ডেল যা আপনার গেমে অনেক সাহায্য করতে পারে।
গেমটি ফ্রি টু প্লে হলেও বেশ কিছু ফিচার আনলক করার জন্য প্রয়োজন হয় টাকার। টাকা খরচ করলে পাওয়া যায় মন মতো ফিচারগুলি। তবে সকলের পক্ষে গেমের জন্য টাকা খরচ করা সম্ভব হয়না। তাদের জন্যেই এই কোডগুলি আনা হয়। জেনে নিন আজকের ফ্রি কোডগুলি এবং দেখে নিন কীভাবে তা আপনি আপনার গেমে ব্যবহার করতে পারবেন-
3rd February ফ্রি কোড
7GF6 D5TS REF3
4G56 NYHK GFID
FGHE U76T RFQB
FT6Y GBTG VSRW
NJKI 89UY 7GTV
UBJH GNT6 M7KU
N34M RTYO HNI8
X4SW FGRH G76T
Y374 UYH5 GB67
Y374 UYH5 GB67
Y7UL O80U 9J8H
C3DS EBN4 M56K
6AQ2 WS1X DFRT
8S7W 65RF ERFG
কোড রিডিম করার পদ্ধতি
এই কোডগুলির একটি রিডিম করতে হলে Free Fire গেমের একটি নির্দিষ্ট ওয়েবসাইটে আপনাকে যেতে হবে। এখানে পর পর সহজ স্টেপগুলি বলা হল-
প্রথমেই আপনাকে যেতে হবে Free Fire redemption ওয়েবসাইটে। আপনি https://reward.ff.garena.com/en এই লিঙ্কটিতে ক্লিক করেও যেতে পারবেন সাইটে।
এরপর আপনাকে আপনার Facebook, Apple ID, Google ID, VK, Huawei ID অথবা Twitter দিয়ে নিজের গেমিং প্রোফাইল লগ ইন করতে হবে।
এরপর উপরে দেওয়া কোডগুলির একটি কপি করে সাইটের টেক্সট বক্সে রিডিম কোডটি পেস্ট করতে হবে।
আপনি যে কোড কপি করবেন সেই কোড অনুযায়ী গিফট পাবেন।
এরপর আপনাকে 'Confirm' অপশনে ক্লিক করতে হবে।
Confirm করার পর আপনার স্ক্রিনে একটি ডায়ালগ বক্স দেখাবে যেখানে 'Ok' অপশনে ক্লিক করতে হবে।
এরপর আপনি আপনার ইন-গেম ইমেল সেকশন থেকে আপনার রিওয়ার্ড কালেক্ট করতে পারবেন।