How to update your mobile number from new Aadhaar App check step by step process
ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার সম্পর্কিত পরিষেবার জন্য একটি নতুন আধার অ্যাপ (Aadhaar App) লঞ্চ করেছে। তবে এই অ্যাপের লিমিটেড ভার্সন আগেই এসে গেছিল, কিন্তু এখন এই অ্যাপের ফুল সার্ভিস এসে গেছে। এই অ্যাপে একটি নতুন ফিচার রয়েছে, যা আপনার মোবাইল নম্বর আপডেট করার সুবিধা দেয়। মনে করিয়ে দি যে এর আগে মোবাইল নম্বর (Mobile Number) আপডেট করতে ইউজারদের আধার সেন্টার যেতে হত, তবে এখন এই কাজ ঘরে বসেই করা যাবে।
নতুন আধার অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আপনি যদি আধারে আপনার মোবাইল নম্বর আপডেট করতে চান, তাহলে এই খবরটি আপনার কাজে আসতে পারে। এখানে, আমরা নতুন আধার অ্যাপ ব্যবহার করে কীভাবে আপনার মোবাইল নম্বর আপডেট করবেন তা এখানে বিস্তারিত দেওয়া হল।
আরও পড়ুন: কবে লঞ্চ হবে Samsung Galaxy S26 Series স্মার্টফোন, প্রকাশ্যে এল Galaxy Unpacked ইভেন্টের তথ্য
নতুন আধার অ্যাপটি একটি নতুন পরিবর্তনের সাথে এসেছে, যার মাধ্যমে ইউজাররা OTP এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে আধার ডাটাবেসে তাদের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এই প্রসেস আধার আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।
আরও পড়ুন: Airtel এর দুর্দান্ত অফার, 4000 টাকা Premium সাবস্ক্রিপশন মিলবে একদম বিনামূল্যে, কীভাবে পাবেন জানুন