এবার ঘরে বসেই Aadhaar App দিয়ে আপডেট করুন আপনার নতুন মোবাইল নম্বর, দেখে নিন স্টেপ বায় স্টেপ প্রসেস

Updated on 30-Jan-2026

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধার সম্পর্কিত পরিষেবার জন্য একটি নতুন আধার অ্যাপ (Aadhaar App) লঞ্চ করেছে। তবে এই অ্যাপের লিমিটেড ভার্সন আগেই এসে গেছিল, কিন্তু এখন এই অ্যাপের ফুল সার্ভিস এসে গেছে। এই অ্যাপে একটি নতুন ফিচার রয়েছে, যা আপনার মোবাইল নম্বর আপডেট করার সুবিধা দেয়। মনে করিয়ে দি যে এর আগে মোবাইল নম্বর (Mobile Number) আপডেট করতে ইউজারদের আধার সেন্টার যেতে হত, তবে এখন এই কাজ ঘরে বসেই করা যাবে।

নতুন আধার অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে। আপনি যদি আধারে আপনার মোবাইল নম্বর আপডেট করতে চান, তাহলে এই খবরটি আপনার কাজে আসতে পারে। এখানে, আমরা নতুন আধার অ্যাপ ব্যবহার করে কীভাবে আপনার মোবাইল নম্বর আপডেট করবেন তা এখানে বিস্তারিত দেওয়া হল।

আরও পড়ুন: কবে লঞ্চ হবে Samsung Galaxy S26 Series স্মার্টফোন, প্রকাশ্যে এল Galaxy Unpacked ইভেন্টের তথ্য

নতুন আধার অ্যাপটি একটি নতুন পরিবর্তনের সাথে এসেছে, যার মাধ্যমে ইউজাররা OTP এবং বায়োমেট্রিক অথেন্টিকেশন ব্যবহার করে আধার ডাটাবেসে তাদের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। এই প্রসেস আধার আধার কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই।

নতুন Aadhaar App থেকে মোবাইল নম্বর কীভাবে আপডেট করবেন

  • সবার প্রথমে আপনার অ্যান্ড্রয়েড বা iOS ডিভাইসের উপর নির্ভর করে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে নতুন আধার অ্যাপটি ডাউনলোড করুন।
  • তারপর আপনাকে আপনার আধার নম্বর ব্যবহার করে লগ ইন করতে হবে এবং সাইন ইন করার জন্য আপনার বায়োমেট্রিক্স ভেরিফাই করতে হবে।
  • এবার সিম বাইন্ডিংয়ের জন্য আপনার ফোনে একটি এসএমএস পাঠাবে এবং তারপরে আপনাকে ফেস অথেনটিকেশন ব্যবহার করে ভেরিফাই করতে হবে।
  • এর পরে, আপনাকে 6 ডিজিটের অ্যাপ পিন লাগাতে হবে এবং এবার পিন দিয়ে ভেরিফাই করতে হবে।
  • এবার আপনাকে আধার অ্যাপের হোম পেজের নীচে দেওয়া সার্ভিস সেকশনে যেতে হবে।
  • সার্ভিস সেকশনে গিয়ে আপনাকে মোবাইল নম্বর আপডেট অপশন সেলেক্ট করতে হবে।
  • সার্ভিস সেকশনে গিয়ে আপনাকে মোবাইল নম্বর আপডেট বিকল্প বেছে নিতে হবে।
  • মোবাইল নম্বর আপডেট বিকল্পে গিয়ে আপনাকে পুরো প্রসেসটি পড়তে হবে এবং তারপরে কন্টিনিউ টু আপডেট মোবাইল নম্বরে ক্লিক করতে হবে।
  • এরপর আপনাকে আপনার নতুন মোবাইল নম্বর দিতে হবে এবং ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে।
  • ফেস অথেন্টিকেশন করার পর আপনার আপনাকে বায়োমেট্রিক ভেরিফাই করতে হবে। এর পরে আপনাকে 75 টাকা প্রসেসিং চার্জ দিতে হবে।
  • আপনার ফোন নম্বরটি 15 দিনের প্রসেসিংয়ের সময়ের মধ্যে আপডেট হয় যাবে।

আরও পড়ুন: Airtel এর দুর্দান্ত অফার, 4000 টাকা Premium সাবস্ক্রিপশন মিলবে একদম বিনামূল্যে, কীভাবে পাবেন জানুন

Joyeeta Bhattacharya

Joyeeta Bhattacharya fell in love with technology at an early age, believing that technology was the secret to unlock India's limitless potential. She is currently Assistant Editor - Bangla at Digit.

Connect On :