Vivo V60 vs Oppo Reno 14 5G vs iQOO Neo 10 5G phone Price Camera chipset compare
ভিভো সম্প্রতি তাদের নতুন স্মার্টফোন Vivo V60 লঞ্চ করেছে। ভিভো ভি৬০ ফোনের প্রতিযোগিতা Oppo Reno14 5G এবং iQOO Neo 10 এর সাথে হবে। ভিভো ভি৬০ ফোনে রয়েছে Snapdragon 7 Gen 4 প্রসেসর। ওপ্পো রেনো ১৪ জি ফোনে রয়েছে MediaTek Dimensity 8350 প্রসেসর রয়েছে। একই সাথে, iQOO Neo 10 5G তে একটি অক্টা কোর Qualcomm Snapdragon 8S Gen 4 প্রসেসর দেওয়া। এখানে আমরা ভিভো ভি৬০, ওপ্পো রেনো ১৪ ৫জি এবং আইকিউ নিও ১০ ফোনের মধ্যে তুলনা করে তিনটি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার সম্পর্কে জানাবো।
আরও পড়ুন: 84 দিনের ভ্যালিডিটি সহ BSNL এর সবচেয়ে সস্তা রিচার্জ প্ল্যান, প্রতিদিন 3 জিবি ডেটা এবং আনলিমিটেড কলিং
ডিসপ্লের কথা বললে, ভিভো ভি৬০ ফোনে রয়েছে 6.67-ইঞ্চি AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 2392×1080 পিক্সেল, 120Hz রিফ্রেশ রেট এবং 1500 নিট গ্লোবাল ব্রাইটনেস দেওয়া। ওপ্পো রেনো ১৪ ফোনের রয়েছে 6.59-ইঞ্চি ফ্ল্যাট OLED ডিসপ্লে যার রেজোলিউশন 1.5K, রিফ্রেশ রেট 120Hz এবং টাচ স্যাম্পলিং রেট পাওয়া যাবে। আইকিউ নিও ১০ ফোনে রয়েছে 6.78-ইঞ্চি 1.5K AMOLED ডিসপ্লে যার রেজোলিউশন 2800×1260 পিক্সেল, 144Hz রিফ্রেশ রেট এবং 5500 নিট পিক ব্রাইটনেস।
প্রসেসর হিসেবে ভিভো ভি৬০ ফোনটি অক্টা কোর Qualcomm Snapdragon 7 Gen 4 চিপসেটে কাজ করে। ওপ্পো রেনো ১৪ ৫জি ফোনে রয়েছে MediaTek Dimensity 8350 প্রসেসর। আইকিউ নিও ১০ ফোনে রয়েছে অক্টা কোর Qualcomm Snapdragon 8S Gen 4 প্রসেসর।
ফটোগ্রাফির ক্ষেত্রে ভিভো ভি৬০ ফোনে রয়েছে OIS সাপোর্ট সহ 50 মেগাপিক্সেল ZEISS প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল ZEISS সুপার টেলিফটো ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল ZEISS আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফির জন্য 50 মেগাপিক্সেল ZEISS ফ্রন্ট ক্যামেরা রয়েছে। ওপ্পো রেনো ১৪ ৫জি ফোনে রয়েছে 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড ক্যামেরা। একই সাথে, সেলফি এবং ভিডিও কলের জন্য 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। আইকিউ নিও ১০ ফোনে পাওয়া যাবে OIS সহ 50 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা এবং 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। সেলফি এবং ভিডিও কলের জন্য 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা দেওয়া।
পাওয়ার দিতে ভিভো ভি৬০ ফোনে 6500mAh ব্যাটারি যা 90W ফাস্ট চার্জিং সাপোর্ট দেওয়া। ওপ্পো রেনো ১৪ ৫জি ফোনে পাওয়া যাবে 6000mAh ব্যাটারি যা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আইকিউ নিও ১০ ৫জি ফোনে রয়েছে 7000mAh ব্যাটারি যা 120W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।
অপারেটিং সিস্টাম হিসেবে, ভিভো ভি৬০ ফোনটি Android 15 ভিত্তি করে Funtouch OS 15-এ চলে। ওপ্পো রেনো ১৪ ৫জি Android 15-এর উপর ভিত্তি করে ColorOS 15-এ চলে। আইকিউ নিও ১০ ৫জি ফোনটি Android 15 এর উপর ভিত্তি করে Funtouch OS 15-এ কাজ করে।
আরও পড়ুন: ভারতে লঞ্চের আগে Vivo T4 Pro 5G ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন ফাঁস, জানুন কবে আসছে বাজারে