ভারতে সাওমি 15,000টাকার মধ্যে ডুয়াল ক্যামেরা যুক্ত আর বেশ কিছু ভাল ফিচার্সের সঙ্গে নিজেদের xiaomi redmi note 5 pro স্মার্টফোনটি লঞ্চ করেছিল, আর এই ডিভাইসটি ভারতে ভাল বাজারও তৈরি করেছে, আর সম্প্রতি এই ডিভাইসের সেলের পরিসংখ্যানও আমাদের এই ফোনটির বিষয়ে অনেক কিছু বলে। আর আসুসও ভারতে তাদের Asus Zenfone Max Pro M1 লঞ্চ করেছিল, আর এই ডিভাইসটিও একটি ডুয়াল ক্যামেরা সেটআপ যুক্ত আর এছাড়া এই ডিভাইসের ডিজাইনও বেশ ভাল।
এই দুটি স্মার্টফোনই এই সময়ের বাজারে একে অপরকে ভাল প্রতিযোগিতা দেয়, তবে এর মধ্যেও কোথাউনা কোথাউ xiaomi redmi nite 5 pro ডিভাইসটি এগিয়ে গেছে। আর এর পরে স্যামসং সম্প্রতি বলেছে যে তারা On সিরিজের নিজেদের একটি স্মার্টফোন নিয়ে আসছে। আর এই দুটি স্মার্টফোনের সঙ্গে এর করা প্রতিযোগিতা হবে। আর এই ফোনটির বিষয়ে আমরা আগে কথা বলেছি। স্যামসং তাদের এই স্মার্টফোনটি গতকাল ভারতে লঞ্চ করে দিয়েছে। আর এই ফোনটি অনলাইন এক্সক্লিউশিভ হিসাবে ই লঞ্চ করা হয়েছে। এই ডিভাইসটির দাম Samsung Galaxy On6 আর এটি 14,490 টাকা দামে 5 জুলাই থেকে কেনা যাবে।
এই ডিভাইসটি ভারতে লঞ্চ করে দেওয়া হয়েছে তবে আমরা এখানে তিনটি স্মার্টফোনের দাম আর স্পেক্স ছাড়া ফিচার্সেরও তুলনা করে দেখবে। আর আপনাদের বলব যে কোন ডিভাইসে আপনারা ঠিক কি পাবেন, তবে এর ইনফিনিটি ডিসপ্লে আর এর ফেস আনলক ফিচার একে জনপ্রিয় বানাতে পারে। আসুন তবে দেখা যাক যে আসলে কোন ডিভাইসে আপনারা ঠিক কী পাবেন, আর কোণ ডিভাইসটি আপনার জন্য সঠিক হবে।
আমরা যদি Saumsung Galaxy On6 স্মার্টফোনটির দামের বিষয়টি দেখি তবে দেখাজাবে এই ডিভাইসটি আপনারা ফ্লিপকার্টের মাধ্যমে 12,490 টাকায় কিনতে পারবেন। আর Asus Zenfone Max Pro 1 স্মার্টফোনটি আপনারা আলাদা আলাদা ভেরিয়েন্টে পাবেন এর 3GB র্যাম আর 32GB স্টোরেজ ভেরিয়েন্টের দাম 10,999টাকা আর এর 4GB র্যাম আর 64GB ভেরিয়েন্টের দাম 12,999টাকা।
আর এবার যদি আমরা xiaomi redmi note 5 pro স্মার্টফোনটিকে দেখি তবে দেখা যাবে যে এটিও আলাদা আলাদা ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। আর এর দাম সম্প্রতি কিছুটা বেড়েছে। আপনারা চাইলে 1,000টাকা বেশি খরচা করতে পারেন। এই ডিভাইসের দাম যথাক্রমে 12,999টাকা আর 14,999য়াকা। আর এখন এই দাম বেরে গেছে। Xiaomi Redmi Note 5 Pro স্মার্টফোনটি আর Asus Zanfone Max Pro M1 স্মার্টফোনে ফ্ল্যাশ সেলে কেনা যায়।
এই ডিভাইসের কোম্পানি 5.6 ইঞ্চির HD+ Super AMOLED ডিসপ্লের সঙ্গে লঞ্চ করেছে আর এতে একটি 18:5:9 অ্যাস্পেক্ট রেশিও আছে। আর এছাড়া আসুসের ডিভাইসে আপনারা 5.99 ইঞ্চির FHD+ ডিসপ্লে পাবেন যার পিক্সাল রেজিলিউশান 2180×1080 পিক্সাল। আর সেখানে xiaomi redmi note 5 pro স্মার্টফোনের বিষয়ে আমরা যদি কথা বলি তবে আপনারা এতে 5.99 ইঞ্চির ফুল HD ডিসপ্লে পাবেন আর এই ডিসপ্লের রেজিলিউশান 1080×2160 পিক্সাল। আর এর অ্যাস্পেক্ট রেশিও 18:9 আর এর সঙ্গে এতে 2.5D কার্ভড গ্লাস আছে।
Samsung য়ের এই নতুন ডিভাসিএ আপনারা Exynose 7870 অক্টা-কোর প্রসেসার পাবেন আর এছাড়া আপনারা এতে একটি 4GB র্যাম আর 64GB স্টোরেজ পাবেন। আর এই ফোনের স্টোরেজকে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 256GB পর্যন্ত এক্সপেন্ড করা যাবে। আর সেখানে আসুসের ফোনে আপনারা কোয়াল্কম স্ন্যাপড্র্যাগন 636 প্রসেসার পাবেন। আর এই ফোনের র্যাম 3GB আর এর 32GB স্টোরেজ আর এছাড়া এর অন্য ভেরিয়েন্টের র্যাম 4GB আর স্টোরেজ 64GB। আর সেখানে Redmi Note 5 Pro স্মার্টফোনটিতে আপনারা এই একই চিপসেট পাবেন।আর এছাড়া এটিও আলাদা আলাদা র্যাম আর স্টোরেজ ভেরিয়েন্টে কেনা যাবে।
স্যামসং য়ের ডিভাইসে আপনারা একটি 13মেগাপিক্সলাএর রেয়ার ক্যামেরা পাবেন আর এই ক্যামেরাতে একটি LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। আর এই ফোনে আপনারা ফ্রন্টে একটি 8মেগাপিক্সালের ক্যামেরা পাবেন। আর স্যামসং তাদের এই ডিভাইসে নিজেদের AI নির্ভর সেলফি ফোকাস ফিচার ও নিয়ে এসেছে। আর এর ফলে সিঙ্গেল ক্যামেরাতেও আপনারা DSLR য়ের মতন ছবি তুলতে পারবেন। আর এছাড়া ক্যামেরা অ্যাপে আপনারা লিভ স্টিকার্স, স্টেম্পস আর ফিল্টার্সও পাবেন। আর সেখানে আসুসের ফোনে ক্যামেরাতে আপনারা ডুয়াল ক্যামেরা সেটআপ পাবেন। এতে একটি 13মেগাপিক্সালের আর একটি 5মেগাপিক্সালের ডুয়াল সেন্সার ক্যামেরা পাবেন, আর এর সঙ্গে এই ফোনে ফ্রন্টে একটি 8মেগাপিক্সলাএর ক্যামেরা পাবেন। আর এচজারা রেয়ারে LED ফ্ল্যাশও দেওয়া হয়েছে। আর ফ্রন্টে একটি সফট ফ্ল্যাশ দেওয়া হয়েছে।
আর এছাড়া xiaomi redmi note 5 pro ফোনটিতে আপনারা f/2.2 অ্যাপার্চারের সঙ্গে 12MP+5MPর ডুয়াল ক্যামেরা আর LED সেলফি লাইটের সঙ্গে 20MPর ফ্রন্ট ক্যামেরা পাবেন।
Samsung Galaxy On6 স্মার্টফোনে আপনারা একটি 3,000mAh য়ের ব্যাটারি পাবেন আর এছারফা কানেক্টিভিটি অপশানে আপনারা ডুয়াল সিম, 4G VoLTE, ব্লুটুথ, ওয়াই-ফাই আর GPS পাবেন। আর এই ফোনে অ্যান্ড্রয়েড 8.0 ওরিও দেওয়া হেয়ছে। আর এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সার আর ফেস আনল্ক দুটি ফিচার যুক্ত। আর এছাড়া আসুসের ফোনে আপনারা ডুয়াল সিম সাপোর্ট পাবেন আর এচারহা এটি অ্যান্ড্রয়েড 8.1ওরিও যুক্ত। আর এই ফোনে একটি 5,000mAh য়ের ব্যাটারি আছে। আর সেখানে xiaomi redmi note 5 pro স্মার্টফোনে আপনারা 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ, মাইক্রো USB আর 3.5mm হেডফোন জ্যাক পাবেন। আর এর ব্যাটারিটি 2.0 কুইক চার্জ সাপোর্ট করে আর এর সঙ্গে এতে একটি 4,000mAh য়ের ব্যাটারি দেওয়া হয়েছে।