আজকাল স্মার্টফোন কিনতে গেলে আমরা অন্যান্য স্পেসিফিকেশনের পাশাপাশি যে দিকে নজর রাখি, সেটা হল যে ডিভাইসে ফাস্ট চার্জের সাপোর্ট রয়েছে কিনা। আগামী কয়েকমাসে টেক মার্কেটে লঞ্চ করতে চলেছে বেশ কয়েকটি নতুন হ্যান্ডসেট । যাদের মধ্যে রয়েছে OnePlus 10 Pro, Oppo Reno 8 Pro, Realme GT 2 Pro মডেল। অনলাইনে যে সমস্ত লীক প্রকাশ পেয়েছে এই লেটেস্ট স্মার্টফোনগুলি সম্পর্কে সেখান থেকে জানা গিয়েছে যে এই হ্যান্ডসেটগুলি আসতে পারে 125W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে। আসুন একনজরে দেখে নেওয়া যাক 2021 সালের শেষ থেকে 2022 সালের শুরুর দিকে কোন কোন স্মার্টফোন লঞ্চ করতে পারে 125W ফাস্ট চার্জ ফিচারের সঙ্গে-
এই হ্যান্ডসেট লঞ্চ হবার সম্ভাবনা রয়েছে ডিসেম্বরে। এতদিন ধরে বিভিন্ন অনলাইন সাইটে এই স্মার্টফোনের যেসমস্ত রেন্ডার লীক হয়েছে তাতে দেখা গিয়েছে যে এই মোবাইল আসতে পারে বেশ বড় মাপের স্কোয়ার শেপের ব্যাক ক্যামেরা মডিউলের সাথে। এই ডিভাইসে থাকতে পারে তিনটি ক্যামেরা সেন্সর এবং এলইডি ফ্ল্যাশ। ক্যামেরা প্যানেলের নীচের অংশে থাকতে পারে OnePlus ব্র্যান্ডের লোগো। এই মোবাইল কাজ করতে পারে Snapdragon 898 চিপসেটে।
Realme GT 2 Pro ফোনে থাকতে পারে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলয়েড ডিসপ্লে। এই হ্যান্ডসেটের স্ক্রিনের রিফ্রেশ রেট হতে পারে 120Hz । এখনো পর্যন্ত পাওয়া বিভিন্ন লীক থেকে জানা যাচ্ছে যে এই মোবাইল কাজ করতে পারে Snapdragon 888+ বা স্ন্যাপড্রাগন 898 প্রসেসরে। এই মডেল আসতে পারে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের সাথে। প্রাইমারি ক্যামেরা হিসেবে থাকতে পারে 108MP ক্যামেরা। এছাড়া আসতে পারে 8MP আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP/5MP টেরটিয়ারি ক্যামেরার সাথে। সেলফি ক্যামেরা হিসেবে থাকতে পারে 32MP ক্যামেরা। মনে করা হচ্ছে যে এই হ্যান্ডসেট আসতে পারে 125W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে।
এখনো পর্যন্ত Oppo ব্র্যান্ডের এই লেটেস্ট Find X4 Pro মডেল কি কি স্পেসিফিকেশনের সাথে আসবে তা জানা যায়নি। তবে এই ফোন সাপোর্ট করতে পারে 125W ফাস্ট চার্জ ফিচার। এই হ্যান্ডসেট আসতে পারে 4000 mAh ব্যাটারি স্পেসিফিকেশনের সাথে। লীক থেকে পাওয়া খবর অনুসারে Oppo Find X4 Pro কাজ করতে পারে লেটেস্ট স্ন্যাপড্রাগন 898 চিপসেটে।
Oppo N সিরিজ ফ্ল্যাগশিপের ঘোষণা সামনের কিছুদিনের মধ্যেই করা হবে ব্র্যান্ডের তরফে। তবে টেক স্পেশ্যালিস্টদের মতে এই সিরিজের ফোনগুলিতে থাকতে পারে 125W ফাস্ট চার্জের সাপোর্ট। এই হ্যান্ডসেটের লঞ্চ ডেট এবং স্পেসিফিকেশন সম্পর্কে কিছু এখনো জানা যায়নি।
টিপস্টার মুকুল শর্মা জানিয়েছেন যে Oppo Reno 8 Pro হ্যান্ডসেটের 125W ফাস্ট চার্জের সাপোর্টের সাথে আসার সম্ভাবনা রয়েছে। তবে এই স্মার্টফোনের স্পেসিফিকেশন সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। 2022 সালের শুরুর দিকে লঞ্চ করতে পারে এই লেটেস্ট Oppo Reno মডেল।