Best 5 Phones under rs 8000 Poco C71 Vivo Y19e Moto G05 Redmi A5
Phone under rs 8000: ভারতীয় বাজারে বর্তমানে বাজেট সেগামেন্টে দুর্দান্ত ফিচার সহ একাধিক স্মার্টফোন ক্রমাগত লঞ্চ হচ্ছে। কম থেকে বেশি দাম সমস্ত বাজেটে স্মার্টফোন বাজারে রয়েছে। তবে বেশি দামের ফোন সকলের পক্ষে সম্ভব নয়। সেই কারণে গ্রাহকদের একটি বড় অংশ বাজেট স্মার্টফোনের খোঁজ করেন। আপনিও কী কম দামে নতুন ফোন কেনার কথা ভাবছেন? তবে দেখে নিন 8000 টাকার কম দামের সেরা 5টি ফোনের লিস্ট।
ভিভোর এই ফোনের দাম 7999 টাকা। ফিচার হিসেবে ভিভো ওয়াই19ই ফোনে রয়েছে 6.74-ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে, যা 90Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে। স্মার্টফোনটি Unisoc T7225 চিপসেটে কাজ করে। ক্যামেরার ক্ষেত্রে এতে 13MP ডুয়াল রিয়ার এবং ফ্রন্টে 5MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ভিভো ফোনে 5500mAh ব্যাটারি পাওয়া যাবে।
আরও পড়ুন: Deal Alert: একধাপে 13 হাজার টাকা সস্তায় 50MP সেলফি ক্যামেরা সহ Samsung Galaxy 5G ফোন
পোকো কোম্পানির এই ফোনটি দুর্দান্ত ডিজাইন এবং স্টাইলিশ অফার করে। এতে 6.88-ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে সহ 120Hz রিফ্রেশ রেট পাওয়া যাবে। পোকো সি71 ফোনটি Unisoc T7250 চিপসেটে কাজ করে। এতে 32MP মেইন সেন্সর সহ ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া। সাথে 8MP সেলফি ক্যামেরাও রয়েছে। ফোনে পাওয়ার দিতে 5200mAh ব্যাটারি অফার করা হয়েছে। এই ফোনের দাম মাত্র 6999 টাকা।
স্যামসাং গ্যালাক্সি এফ05 ফোনটি 6299 টাকা দামে আসে। এতে 6.7-ইঞ্চি PLS LCD ডিসপ্লে রয়েছে। ফোনটি মিডিয়াটেক হেলিও G85 চিপসেটে কাজ করে। রয়েছে 50MP ডুয়েল রিয়ার ক্যামেরা সাথে 8MP ফ্রন্ট ক্যামেরা। পাওয়ার দিতে এতে 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।
মোটোরোলা কোম্পানির এই ফোনটি 7299 টাকা দামে কেনা যাবে। এতে রয়েছে 6.67 ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে 90Hz রিফ্রেশ রেট। ফোনটি মিডিয়াটেক হেলিও G81 চিপসেটে কাজ করে। এতে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা সাথে 8MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার দিতে রয়েছে 5200mAh ব্যাটারি।
লিস্টে শেষে রয়েছে রেডমি এ৫ ফোন। এতে 6.88-ইঞ্চি আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটি Unisoc T7250 চিপসেটে কাজ করে। সাথে ক্যামেরার ক্ষেত্রে 32MP লেন্স সহ 8MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া। পাওয়ার দিতে ফোনে 5200mAh ব্যাটারি পাওয়া যাবে। রেডমি এ5 ফোনের দাম 5999 টাকা।
আরও পড়ুন: OMG! মাত্র 5990 টাকায় Smart TV, অ্যামাজন সামার সেলে জলের দরে টিভি কেনার সুযোগ